ওয়েব ডেস্ক: তারা কেউই হয়ত ঐশবর্য রায় বা ক্যাটরিনা কাঈফ নন। সুন্দরী হিসেবে তাদের কেউই চেনে না। তবুও তাদের রূপের অনেক শত্রু ছিল। তাই সেই রূপকে নষ্ট করে দেওয়া হয়েছে অ্যাসিড দিয়ে। রোজ এরকম কত মেয়েকেই শিকার হতে হয় অ্যাসিড আক্রমণের। তবে এভাবে বাইরের রূপ নষ্ট করে দিলেও নষ্ট হয়ে যায়নি তাদের অন্তরের রূপ। তাই আজ যখন


বিশ্ব জুড়ে পালিত হচ্ছে নারী দিবস তখন একটু বিশেষ সম্মান প্রাপ্য এই 'সুন্দরী'দের। সেই কাজটাই করল উত্তর প্রদেশ সরকার। অ্যাসিড আক্রমণের শিকার হয়েছেন এমন ৪০ জন নারীকে বিশেষ সম্মান জানাতে 'রাণী লক্ষীবাঈ পুরস্কার' তুলে দিলেন উত্তর প্রাদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সঙ্গে দেওয়া হল আর্থিক সাহায্যও।