নিজস্ব প্রতিবেদন: ২৪ অগস্ট, দুপুর ১২টা ০৭ মিনিট নাগাদ প্রয়াত হন প্রাক্তন অর্থমন্ত্রী, সাংসদ অরুণ জেটলি। গত ৯ অগস্ট শ্বাসকষ্টের সমস্যাজনিত কারণে অরুণ জেটলি দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ, রবিবার নিগমবোধ ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।




COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার বিকেলেই এইমস থেকে তাঁর জেটলির দেহ তাঁর কৈলাশ কলোনির বাসভবনে নিয়ে যাওয়া হয়। রবিবার সকাল ১০টা নাগাদ তাঁ দেহ নিয়ে যাওয়া হবে বিজেপির সদর দফতরে। সেখানে তাঁর দেহ দুপুর ২টো পর্যন্ত শায়িত থাকবে। সেখানে বিজেপি নেতা-কর্মী-সহ দেশের প্রথম সারির নেতামন্ত্রীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর দুপুর ২টোর পর তাঁর জেটলির দেহ বিজেপির সদর দফতর থেকে নিয়ে যাওয়া হবে নিগমবোধ ঘাটে। সেখানেই বিকেল ৪টে নাগাদ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে অরুণ জেটলির।




আরও পড়ুন: অরুণ জেটলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন রাজ্যসভার সাংসদ সুভাষচন্দ্র



২০১৮ সালের ১৪ মে কিডনি প্রতিস্থাপন করা হয় তাঁর। তারপর থেকেই শারীরিক ভাবে ক্রমশ অসুস্থ হয়ে পড়েন জেটলি। শারীরিক অসুস্থতার জন্য এর আগের বাজেটও পেশ করতে পারেননি তিনি।