অরুণ জেটলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন রাজ্যসভার সাংসদ সুভাষচন্দ্র

বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে গত ৯ অগাস্ট দিল্লি এইমসে ভর্তি হন অরুণ জেটলি

Updated By: Aug 25, 2019, 08:57 AM IST
অরুণ জেটলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন রাজ্যসভার সাংসদ সুভাষচন্দ্র

নিজস্ব প্রতিবেদন: প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন রাজ্যসভার সাংসদ সুভাষ চন্দ্র। শনিবার বেলা বারোটা নাগাদ এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অরুণ জেটলি। মৃত্যুর খবর ছড়াতেই রাজনৈতিক মহলে নেমে আসে শোকের ছায়া। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ দেশের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব জেটলির মৃত্যুতে শোক প্রকাশ করেন। শোক জ্ঞাপন করেন সুভাষ চন্দ্রও।

আরও পড়ুন-‘ব্যক্তিগত ক্ষতি, মনে হচ্ছে পরিবারের একজনকে হারালাম’

টুইটারে সুভাষ চন্দ্র লেখেন, ‘জেটলির পরিবার ও তাঁর আত্মীয় পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁর মৃত্যু জাতীয় রাজনীতিতে একটি বিশাল শূন্যস্থানের সৃষ্টি করবে। ওই শূন্যস্থান পূরণ সম্ভব নয়। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে গত ৯ অগাস্ট দিল্লি এইমসে ভর্তি হন অরুণ জেটলি। কিন্তু তাঁর শারীরিক অবস্থার খুব বেশি উন্নতি হয়নি। ২০ অগাস্ট থেকেই তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শুক্রবার এইমস সূত্রে জানা যায়, অরুণ জেটলির শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি হওয়া শুরু হয়েছিল। অবশেষে শনিবার বেলা বারোটা নাগাদ লড়াই শেষ হল জেটলির।

আরও পড়ুন-'সুদক্ষ সাংসদ ও আইনজীবী ছিলেন', জেটলির প্রয়াণে গভীর শোকপ্রকাশ মমতার

প্রসঙ্গত, গত বছর কিডনি প্রতিস্থাপন হয়েছিল তাঁর। তার পর চলতি বছর ক্যান্সারও ধরা পড়ে। শারীরিক অবস্থার প্রবল অবনতি হওয়ায় ২০১৯ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হননি অরুণ জেটলি। অসুস্থতার জেরে মোদীর মন্ত্রিসভায় কোনও মন্ত্রকের দায়িত্ব নিতেও চাননি তিনি।

.