নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রীর দফতরকে ৫ হাজার টাকা জরিমানা করল এলাহবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। একটি জনস্বার্থ মামলায় নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্র হলফনামা দিতে না পারায় এই জরিমানা করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতের কম্পট্রলার ও অডিটর জেনারেল প্রতি বছর প্রায় ৫ হাজার রিপোর্ট দিলেও, সরকার এর মধ্যে মাত্র খান দশেক রিপোর্টকে গুরুত্ব সহকারে গ্রহণ করে। এই অভিযোগ জানিয়ে  এলাহবাদ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন জনৈক সুনীল কাণ্ডু।


আরও পড়ুন- সব রকম নকসার ১০ টাকার কয়েনই বৈধ, জানাল আরবিআই


৯ জানুয়ারি বিচারপতি সুধীর আগরওয়াল এবং বিচারপতি আব্দুল মইনের বেঞ্চে মামলাটির সুনানি চালাকালীন বিচারপতিরা হঠাত্ খেয়াল করেন, ২০১৭ সালের ১ অগস্ট এ বিষয়ে কেন্দ্রের জবাব চেয়েছিল আদালত। এরপরই আদালতে উপস্থিত কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসবি পাণ্ডে জানান, উত্তর দেতি তাঁদের আরও সময় প্রয়োজন।


আরও পড়ুন- পেট্রোল-ডিজেলের দাম কমাতে আগামিকালই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র


অতিরিক্ত সলিসিটর জেনারেলের এমন আর্জি শুনে আরও তিন সপ্তাহ সময় দেয় কেন্দ্র। পাশাপাশি, পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামা দিয়ে জবাব না দিতে পারার জন্য কেন্দ্রকে জরিমানাও করে এলাহবাদ হাইকোর্ট।