সব রকম নকসার ১০ টাকার কয়েনই বৈধ, জানাল আরবিআই
১০ টাকার কয়েন নিয়ে যাবতীয় সংশয়ের জবাব দিল আরবিআই।
![সব রকম নকসার ১০ টাকার কয়েনই বৈধ, জানাল আরবিআই সব রকম নকসার ১০ টাকার কয়েনই বৈধ, জানাল আরবিআই](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/17/105818-10-coin-p.jpg)
নিজস্ব প্রতিবেদন: ১০ টাকার কয়েন নিয়ে সমস্ত সংশয়ের অবসান করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। বুধবার এক বিবৃতি জারি করে আরবিআই জানাল, ১৪ ধরনের নকসার সবক'টি ১০ টাকার কয়েনই বৈধ।
সম্প্রতি ১০ টাকার কয়েন নিয়ে বাজারে গুজবের বাজার গরম হয়েছে। ওই কয়েনে লেনদেন করতে অস্বীকার করছেন বহু মানুষ। কয়েন নিতে অস্বীকার করছেন ব্যবসায়ীরাও। এই পরিস্থিতিতে বিবৃতি জারি করেছে আরবিআই।
আরও পড়ুন- পেট্রোল-ডিজেলের দাম কমাতে আগামিকালই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র
আরবিআই জানিয়েছে, সবক'টি ১০ টাকার কয়েনই ট্যাঁকশালে তৈরি হয়। দেশের আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ তুলে ধরতে বিভিন্ন সময়ে ১৪ রকমের ১০ টাকার কয়েন বাজারে ছাড়া হয়েছে। ওই সবকটি নকসার কয়েনই বৈধ। ব্যাঙ্কগুলিকে ১০ টাকার কয়েন গ্রহণ করার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।