জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওয় দেখা গিয়েছে মহাত্মা গান্ধীর বিষয় কথা বলছে এক পুরোহিত। মহাত্মা গান্ধীকে অপমান করার অভিযোগে গাজিয়াবাদে ওই পুরোহিতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গাজিয়াবাদ পুলিশ নিজেরাই সেই ভিডিওটির বিষয় ব্যবস্থা নিয়েছে যেখানে দশনা দেবী মন্দিরের প্রধান পুরোহিত ইয়াতি নরসিংহানন্দ সরস্বতীকে গান্ধীর বিরুদ্ধে গালিগালাজ করতে দেখা গিয়েছে। ভিডিওটি তার বিতর্কিত বিষয়বস্তুর জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।


জানা গিয়েছে ১৪ জুলাই ভারতীয় দণ্ডবিধির ৫০৫(২) নম্বর ধারায় (যে কোনও উপাসনালয় বা সমাবেশে অপরাধ) এফআইআর দায়ের করা হয়। পুলিস সুপার ( গ্রামীণ) ইরাজ রাজা বলেন, "এফআইআরে গান্ধীকে নিয়ে তার অবমাননাকর মন্তব্যের জন্য পুরোহিতের নাম উল্লেখ করা হয়েছে। ভিডিওটি প্রায় পাঁচ থেকে ছয় মাস পুরানো বলে মনে হচ্ছে এবং স্থান এখনও নিশ্চিত করা যায়নি, তবে আমদের বিশ্বাস এটি হরিদ্বারে।"


আরও পড়ুন: Delhi: লিভ ইন সঙ্গীর চাপে ১৪ বার গর্ভপাত, চরম পদক্ষেপ যুবতীর!


পুরোহিতের বক্তৃতার ভিডিওটি প্রবল্ভাবে সমালোচিত হয়। কারণ তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম গুরুত্বপুর্ণ ব্যক্তিত্ব মহাত্মা গান্ধীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যও করেন। দেশভাগের সময় প্রয়াত হিন্দুদের মৃত্যুর জন্য তিনি গান্ধীকে দায়ী করেন। তিনি বলেন যে গান্ধী 'মুসলিম এবং ব্রিটিশদের' পক্ষে ছিলেন।


ইয়াতি নরসিংহানন্দ সরস্বতী তার ঘৃণ্য বক্তৃতার জন্য কুখ্যাত। বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে নিশানা করে তাঁর বক্তব্য বহুবার সমস্যার সৃষ্টি করেছে। অতীতে তিনি নারীদের বিরুদ্ধেও অবমাননাকর মন্তব্য করেছেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)