নিজস্ব প্রতিবেদন: ফ্রান্সের একটি স্কুলে হজরত মহম্মদের(সা) কার্টুন দেখানো ও নিসেতে তিনটি ছুরিকাহতের ঘটনাকে সমর্থন করার অভিযোগে এফআইআর হল প্রখ্য়াত উর্দু কবি মুনাওয়ার রানার বিরুদ্ধে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ফের ট্রাম্প নাকি বাইডেন, আগামিকাল মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ


লখনউয়ের হজরতগঞ্জ থানায় ওই এফআইআর হয়েছে রানার বিরুদ্ধে। ধর্মের ভিত্তিতে ঘৃণা ছড়ানো,  ধর্মীয় ভাবাবেগে আঘাত-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। ওই অভিয়োগটি করেছেন লখনউ পুলিসের এক সাব ইন্সপেক্টর।


কেন এমন এফআইআর? সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি এক টিভি চ্যানেলে এক সাক্ষাতকার দিয়েছিলেন মুনাওয়ার রানা। সেখানে ফ্রান্সের ঘটনা প্রসঙ্গে বলেন, কেউ যদি আমার বাবা কিংবা মাকে নিয়ে কোনও খারাপ ব্য়াঙ্গচিত্র আঁকে তাহলে আমি তাকে খুন করব।


আরও পড়ুন-'কার সঙ্গে অভিনয় করব, তোমায় বলব না', গ্যাংস্টার আবু সালেমকে কড়া জবাব শাহরুখের


উল্লেখ্য, সম্প্রতি ফ্রান্সের এক স্কুলে হজরত মহম্মদের(সা) কার্টুন দেখিয়ে ছাত্রদের মধ্যে বাক স্বাধীনতা নিয়ে আলোচনা করেন এক শিক্ষক। তার পরেই স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্যামুয়েল প্যাটি নামে ওই শিক্ষককে গলা কেটে খুন করে এক তরুণ। ওই ঘটনায় শোরগোল পড়ে যায় ফ্রান্স জুড়ে। শুরু হয়ে ধরপাকড়। ঘটনার জেরে উত্তরপূর্ব ফ্রান্সে একটি মসজিদও বন্ধ করে দেয় প্যারিস পুলিস।