নিজস্ব প্রতিবেদন: ফের অগ্নিকাণ্ড কুম্ভমেলায়। এবার আগুন লাগল বিহারের রাজ্যপালের তাঁবুতে। মঙ্গলবার গভীর রাতে এই অগ্নিকাণ্ড ঘটে। তখন তাঁবুর মধ্যেই ছিলেন রাজ্যপাল লালজি ট্যান্ডন। তিনি ঘুমিয়ে ছিলেন। তবে কোনওক্রমে তাঁর প্রাণরক্ষা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: লোকসভার প্রচারে বিজেপির নয়া কৌশল, ৫ কোটি বাড়িতে উড়বে পদ্ম-পতাকা


রাত আড়াইটে নাগাদ লাগা ওই আগুনে রাজ্যপাল প্রাণে বাঁচলেও তাঁর মোবাইল, চশমা-সহ একাধিক গুরুত্বপূর্ণ সামগ্রী পুড়ে গিয়েছে। রাজ্যপালের তাঁবুর সামনের তিনটি তাঁবু ভস্মীভূত।


দমকলের তরফে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রাজ্যপালকে ওই রাতেই নিয়ে যাওয়া হয় সার্কিট হাউসে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। কিন্তু প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।


আরও পড়ুন: মোদীর সততা নিয়ে কোনও প্রশ্নই ওঠে না, বললেন রাজনাথ


১৫ জানুয়ারি কুম্ভমেলা শুরু হয়েছে। মেলা শুরুর আগের দিনই একদফা আগুন লাগে। তখন আগুন লেগেছিল দিগম্বর আখড়ায়। মেলা শুরুর পর আরও তিনবার আগুন লেগেছিল। প্রতিবারই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় দমকল ও পুলিস-প্রশাসনের তত্পরতায়।