দু`সপ্তাহ না পেরোতেই ফের AIIMS-এর জরুরি বিভাগে আগুন
প্রাণ বাঁচাতে বেশ কিছু রোগী বাইরে বেরিয়ে পড়েন
নিজস্ব প্রতিবেদন: দু'সপ্তাহ না পেরোতেই দিল্লির এইমস হাসপাতালে (Delhi AIIMS) ফের আগুন (Fire) লাগল। সোমবার ভোর পাঁচটা নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট বা এইমস হাসপাতালের জরুরি বিভাগে (Emergency Ward) আগুন লাগে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলবাহিনী।
হাসপাতালের জরুরি বিভাগে আগুন লাগায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি নামানো হয় রোগীদের। বেশ কিছু রোগী প্রাণ বাঁচাতে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে ছিলেন। যদিও এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলেই জানিয়েছে দিল্লির দমকল বিভাগ। ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি।
আরও পড়ুন: কাশ্মীরে স্পেশাল পুলিস অফিসারের বাড়িতে জঙ্গি হানা, মৃত্যু অফিসার ও তাঁর স্ত্রীয়ের
প্রসঙ্গত, চলতি মাসেই গত ১৭ তারিখ দিল্লির এইমস হাসপাতালের নয় তলায় আগুন লাগে। দমকল বিভাগ জানায়, রাত ১০ টা বেজে ৩২ মিনিট নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। সেইবারে রেফ্রিজারেটরে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তবে এদিনের আগুন লাগার ঘটনার কারণ খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।
আরও পড়ুন: Jammu air base blast: প্রাথমিক তদন্ত বলছে, ড্রোন থেকেই ছোড়া হয় বিস্ফোরক
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)