ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২০টি বাড়ি, ঘটনাস্থলে দমকলের ৫ ও সেনার ২ ইঞ্জিন
দেখুন অগ্নিকাণ্ডের সেই ভয়াবহ ভিডিও।
নিজস্ব প্রতিবেদন: উত্তর কাশ্মীরের বারামুলা জেলার নুরবাগের সুইপার কলোনি এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুনে ভস্মীভূত কমপক্ষে ২০টি বাড়ি। ঘটনাস্থলে দমকলের ৫টি ও সেনার ২টি ইঞ্জিন। হতাহতের এখনও কোনও খবর মেলেনি।
দমকল সূত্রে খবর, এলাকার একটি বাড়ি থেকে রান্নার গ্যাস লিক করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিস ও দমকল। জরুরিভিত্তিতে শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকল কর্মীরা জানান, ঘঞ্জি এলাকা এবং সরু রাস্তা হওয়ায় আগুনের উৎসস্থলে পৌঁছতে কিছুটা হলেও দেরি হয়। ফলে আগুন আরও ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: লকডাউনে দাড়ি না বাড়িয়ে, কর্মক্ষেত্র- হাসপাতাল বাড়ান, মোদীকে নাপিত-খরচ চাওয়ালার
আরও পড়ুন:নির্দেশিকা মেনে পুরীতে এবছর পালিত হবে রথযাত্রা, শর্তসাপেক্ষে অংশগ্রহণ
খবপ পেয়ে ঘটনাস্থলে যান ডেপুটি পুলিস সুপার, অতিরিক্ত পুলিস সুপার-সহ সংশ্লিষ্ট প্রশাসনের উচ্চপদস্থ আধিকারীকরা। ওই এলাকার আশপাশের বাড়িগুলোকেও খাল করে দেওয়া হয়।