নির্দেশিকা মেনে পুরীতে এবছর পালিত হবে রথযাত্রা, শর্তসাপেক্ষে অংশগ্রহণ
Jun 10, 2021, 16:28 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: করোনা কোপ বসালেও পুরীর রথযাত্রা থেমে থাকতে পারে না। এবছরও তার অন্যথা হবে না। আচার অনুষ্ঠান সঙ্গে কোভিড বিধি মেনেই পুরীর রথযাত্রা পালিত হবে। শুধু থাকতে পারবেন না ভক্তরা।
2/5
তবে ওড়িশার অন্যান্য জায়গায় রথযাত্রা পালন করা যাবে না। শুধুমাত্র পুরীর জগন্নাথের মন্দির থেকে যে রথ বের হয়, সেই অনুষ্ঠানই পালিত হবে ওড়িশায়। এমনই নির্দেশ জারি করেছে সে রাজ্যের সরকার।
photos
TRENDING NOW
3/5
স্পেশাল রিলিফ কমিশনার প্রদীপ জেনা বৃহস্পতিবার জানিয়েছেন, নিয়ম মেনে এ বছর পুরীর রথযাত্রা অনুষ্ঠিত হবে। তবে আগামী ১২ জুলাই অংশগ্রহণ করতে পারবেন না কোনও ভক্তরা। তবে যদি দুটি টিকা নিয়ে থাকেন এবং পুরীর মন্দিরের সঙ্গে যুক্ত হন তবেই এই রথযাত্রা অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি মিলবে।
4/5
রথযাত্রার দিন পুরীতে কার্ফু জারি থাকবে। রথযাত্রার সরাসরি সম্প্রচারের ফিড সংবাদমাধ্যমগুলোকে পাঠিয়ে দেওয়া হবে।
5/5
সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে এবছর রথযাত্রা পালন করা হচ্ছে বলে জানিয়েছেন স্পেশাল রিলিফ কমিশনার প্রদীপ জেনা । করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে তবেই রথ টানতে পারবেন পুজারীরা। একই নিয়মে পালিত হবে উল্টোরথও।