দমকল কর্মীদের দক্ষতায় যেভাবে কুয়ো থেকে উদ্ধার বাছুর
উত্তরপ্রদেশের মিরজাপুরে কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল একটা বাছুর। কুয়োতে পড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তাঁকে উদ্ধারের চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না।
ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের মিরজাপুরে কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল একটা বাছুর। কুয়োতে পড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তাঁকে উদ্ধারের চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না।
আরও পড়ুন- বিশুদ্ধ জল না পেয়ে ভারতে শিশু মৃত্যুর হার গোটা বিশ্বে সবথেকে বেশি!
বাছুরটা একেবার কিছুটা তুলতে পেরেছিলেন স্থানীয়রা, কিন্তু কিছুটা তোলার পর ছটফট করায় সে আবার পড়ে যায়। তারপরই ডাকা হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা উদ্ধারের বিষয়ে বেশ দক্ষ। সেই বাছুরটাকে তোলার ভিডিওটা দেখুন--