ওয়েব ডেস্ক : মাঝে মধ্যেই, আবার কখনও রোজই শোনা যায় বিভিন্ন জায়গায় আগুন লেগেছে। পুড়ে গিয়েছে বাড়ি থেকে জঙ্গল অনেক কিছুই। প্রাণহানিও ঘটে যায় মাঝেমধ্যেই। কিন্তু, চ্যালেঞ্জ করে বলা যায়, এমন আগ্নিকাণ্ড এর আগে আপনি কখনও নিজে চোখে দেখেননি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বাজারে ছড়িয়ে থাকা নকল ১০ টাকার কয়েন চেনার উপায়(দেখুন ভিডিও)


ঘটনাটি হালেরই। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার। দীপাবলির আগে বিক্রির জন্য একটি বাজারে জমা করা হয়েছিল অসংখ্য বাজি। হঠাত্‍ই সেখানে আগুন লেগে যায়। কয়েক মিনিটের মধ্যে দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়ে গোটা বাজারে। সঙ্গে বিকট শব্দে ফাটতে থাকে বাজিগুলো। সেই প্রচণ্ড তাপে জ্বলে যায় ১৫০টির মতো দোকান আর সামনে দাঁড়িয়ে থাকা ৩০টি গাড়ি।


ভয়ঙ্কর সেই আগুনের ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল-