নিজস্ব প্রতিবেদন: আগামী ১৭ জুন থেকে শুরু হতে চলেছে সংসদের বাজেট অধিবেশন। শেষ হবে ২৬ জুলাই। আসন্ন অধিবেশনে পূর্ণাঙ্গ সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ৫ জুলাই বাজেট পেশ করবেন তিনি।
             
দ্বিতীয়বার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। শপথের পরের দিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত হয় বাজেট অধিবেশনের দিনক্ষণ। কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, ২০ জুন সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ৪ জুলাই প্রকাশিত হবে আর্থিক সর্বেক্ষণ রিপোর্ট।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে গত ১ ফেব্রুয়ারি ২০১৯-২০ সালের অন্তর্বর্তী বাজেট পেশ করেন তত্কালীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। এবার ৫ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 


লোকসভায় ১৭ জুন নিয়োগ করা হবে প্রোটেম স্পিকার। স্পিকার নির্বাচনে আগে পর্যন্ত সংসদের সবচেয়ে অভিজ্ঞ সাংসদ প্রোটমে স্পিকারের দায়িত্ব পালন করেন। নতুন সাংসদদের শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার। ১৯ জুন লোকসভার অধিবেশনে নির্বাচিত হবেন স্পিকার।


বৃহস্পতিবার রাষ্ট্রপতিভবনে দ্বিতীয়বার শপথ পাঠ করে দেশের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও মনমোহন সিংয়ের পর নরেন্দ্র মোদীই পরপর দুবার প্রধানমন্ত্রী হলেন। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন ৯ জন। প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন ২৪ জন সাংসদ।


আরও পড়ুন- সেনা ও পুলিসের সন্তানদের জন্য বড় সিদ্ধান্ত, প্রথম দিনেই ফাইলে সই মোদীর