নিজস্ব প্রতিবেদন: ‘নন্দাদেবী পূর্ব’ শৃঙ্গ জয় করতে যাওয়া ৮ সদস্যের অভিযাত্রী দলের ৫ জনের মৃতদেহের সন্ধান মিলল। তবে বাকিদের প্রাণ শঙ্কা রয়েছে বলে জানানো হয় উত্তরাখণ্ড সরকারের তরফে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জানা যায়, ‘নন্দাদেবী পূর্ব’ শৃঙ্গ জয়ের মাঝপথেই সিদ্ধান্ত পরিবর্তন করে পাশ্ববর্তী অনামী পর্বতশৃঙ্গ চড়তে যায় অভিজ্ঞ ব্রিটিশ পর্বতারোহী মার্টিন মোরানের নেতৃত্বে ৮ সদস্যের দলটি। গতকাল নন্দাদেবী বেসক্যাম্প থেকে উদ্ধার হওয়া পর্বতারোহীরা এমনটাই জানান। ওই অভিযাত্রী দলের সিদ্ধান্তকে বেআইনি বলে জানিয়েছেন উত্তরাখণ্ড প্রশাসনের এক আধিকারিক। তিনি বলেন, “ওই অনামী শৃঙ্গটি মাউন্ট এভারেস্টের তুলনায় ট্রেকিং করা কঠিন। তাদের এই সিদ্ধান্ত কর্তপক্ষের অগোচরে রেখে নেওয়া হয়।” ওই আধিকারিকের আরও দাবি শুধুমাত্র নন্দাদেবী শৃঙ্গ চড়ার অনুমতি দেওয়া হয়েছিল।


আরও পড়ুন- কাশ্মীর ইস্যুতে অমিত শাহকে আক্রমণ মেহবুবার, পাল্টা তোপ গম্ভীরের


স্থানীয় ট্রেকিং- বিশেষজ্ঞ সুরেন্দর এস পানওয়ার বলেন, মোরান অত্যন্ত অভিজ্ঞ পর্বতারোহী। এই এলাকায় একাধিকভার পর্বত আরোহন করেছেন তিনি। মোরান যে এমন সিদ্ধান্ত নিতে পারেন, তা বিশ্বাস হচ্ছে না বলে জানান পানওয়ার। উল্লেখ্য, গত ২২ মে মোরানের সংস্থা ফেসবুকে তাদের নয়া পরিকল্পনার কথা জানায়। প্রায় ৬৪৭৭ মিটার ওই শৃঙ্গটিতে এখনও মানুষের পা পড়েনি। ওই অভিযাত্রী দলে ৪ ব্রিটিশ, ২ মার্কিন এবং এক জন অস্ট্রেলিয় ও ভারতীয় পর্বতারোহী রয়েছেন। হেলিকপ্টারে উদ্ধারকাজ চালানোর সময় ওই শৃঙ্গের কাছে পাঁচ জনের দেহ মিলেছে। মোরানের নেতৃত্বে দলের সদস্যের দেহ বলে অনুমান করা হচ্ছে।