তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রথম দিনই একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করে দিলেন জয়ললিতা। ষষ্ঠবারের জন্য ক্ষমতায় আসার পরেই জয়ার নানা উপহার। দেখুন এক নজরে একগুচ্ছ প্রকল্প--


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

(১) পাঁচশোটি দেশী মদের দোকান বন্ধ করা হচ্ছে। সেইসঙ্গে দেশী মদের দোকান খুলে রাখার সময় দিনে দুঘণ্টা কমিয়ে দেওয়া হচ্ছে ।


(২)মঙ্গলসূত্র তৈরী করার জন্য প্রত্যেক মহিলাকে পাঁচ গ্রাম করে সোনা দেওয়া হচ্ছে।


(৩) রাজ্যবাসীকে ১০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে।


(৪) কৃষকদের ঋণ-ছাড় দেওয়া হবে


৫) সরকারি স্কুলে পড়ুয়াদের বিনা খরচে প্রাতঃরাশ দেওয়া হবে।


আজ দুপুর ১২টায় নতুন মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল কে রোসাইয়া। একইসঙ্গে, শপথ নেন আরও ২৮ জন বিধায়ক।