নিজস্ব প্রতিবেদন: এক লাফে ৩৯। কেরলের এক পরিবারের ৫ জনের শরীরে নোভেল করোনাভাইরাস মিলেছে বলে জানা গিয়েছে। গতকাল পর্যন্ত সরকারিভাবে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৪। কেরলের স্বাস্থ্যমন্ত্রী কেকে শাইলাজা জানান, একই পরিবারের ৩ সদস্য সম্প্রতি ইতালি থেকে ঘুরে আসেন। কিন্তু তাঁরা ‘ট্রাভেল হিস্টোরি’ শেয়ার করেননি, যার কারণে তাঁদের ‘স্ক্রিনড’ করা হয়নি বিমানবন্দরে।  তারপরই ৫ জন আক্রান্ত হন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেরল সরকারের তরফে আরও জানানো হয়, প্রাথমিক চিকিত্সা নিতে অস্বীকার করে ছিল ওই পরিবার। তাঁদের রক্ত পরীক্ষা করা হলে করোনা পজেটিভ মেলে। ভর্তি করা হয়েছে পতনমত্তিতা জেনারেল হাসপাতালে। ভারতে প্রথম কেরলেই তিন জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। করোনা থেকে বাঁচতে কী করা উচিত আর কী করা উচিত নয়, তা নিয়ে পরামর্শ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


আরও পড়ুন- গভীর রাতে গ্রেফতার ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কাপুর


স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, করোনা রুখতে পর্যাপ্ত ব্যবস্থা বিষয়ে খতিয়ে দেখেন তিনি। ইতালিতে প্রায় ৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু ইতিমধ্যেই ২০০ ছাড়িয়েছে। ৯৫টি দেশ এখন করোনা কবলিত। চিনে কার্যত মহামারী আকার ধারণ করেছে। প্রায় এক লক্ষ মানুষ আক্রান্ত। সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে মৃত্যু সংখ্যা।