নিজস্ব প্রতিবেদন: দিল্লি এইমসে আজ শুক্রবারই মারা গিয়েছেন মাও হামলায় আহত এক কোবরা জওয়ান। গত মাসে তিনি ঝাড়খণ্ডে আইইডি বিস্ফোরণে আহত হন তিনি। আর এদিনই ঝাড়খণ্ডের সরাইকেলা জেলায় মাও হামলায় শহিদ হলেন ৫ পুলিস কর্মী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সোমবার দেশজুড়ে ধর্মঘটের ডাক চিকিত্সকদের


এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সরাইকোলার তিরুলধি থানার একটি বাজারে হামলা চালায় মাওবাদীরা। পুলিসের একটি দল তখন বাজারে টহল দিচ্ছিলেন। তখনই তাদের ওপরে হামলা চলানো হয়। তাতেই নিহত হন ওইসব পুলিস কর্মীরা। তাদের রাইফেলও লুট করা হয়েছে বলে খবর। ঘটনাস্থলে গিয়েছেন জামশেদপুর সিটি পুলিস সুপার প্রভাত কুমার।




আরও পড়ুন-আহত পরিবহ মুখোপাধ্যায়কে দেখতে হাসপাতালে রাজ্যপাল


উল্লেখ্য, গত মাসে লোকসভা নির্বাচন শেষ হওয়ার কয়েকদিন পরেই এই সরাইকেলার কুচাইতেই আইইডি বিস্ফোরণে আহত হন ১১ নিরাপত্তা কর্মী। এর মধ্যে ছিলেন কোবরা ব্যাটালিয়েনর ৮ সদস্য।