আহত পরিবহ মুখোপাধ্যায়কে দেখতে হাসপাতালে রাজ্যপাল

অভিযোগ, আক্রমণকারীদের ছোড়া ইটে পরিবহ মুখোপাধ্যায় নামে এক জুনিয়র ডাক্তার গুরুতর আহত হন। 

Updated By: Jun 14, 2019, 08:26 PM IST
আহত পরিবহ মুখোপাধ্যায়কে দেখতে হাসপাতালে রাজ্যপাল

নিজস্ব প্রতিবেদন: এনআরএস-কাণ্ডে আহত জুনিয়র চিকিত্সক পরিবহ মুখোপাধ্যায়কে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। হাসপাতাল থেকে বেরিয়ে এসে তিনি জানান, পরিবহ আগের তুলনায় ভালো রয়েছেন। রাজ্য়পাল পরিবহর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রসঙ্গত, গত সোমবার রাতে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়। সেই মৃত্যুকে কেন্দ্র করে ওই হাসপাতালে রণক্ষেত্রের চেহারা নেয়। অভিযোগ, আক্রমণকারীদের ছোড়া ইটে পরিবহ মুখোপাধ্যায় নামে এক জুনিয়র ডাক্তার গুরুতর আহত হন। তিনি এখন মল্লিকবাজারে একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন।

আরও পড়ুন: এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজে আক্রান্ত চিকিত্সক

এর পর আন্দোলন শুরু করেন চিকিত্সকরা। বুধবার থেকে আউটডোর বন্ধ রেখে আন্দোলন চলছে। সেই আন্দোলনের জেরে কার্যত ভেঙে পড়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। একের পর হাসপাতালে চিকিত্সকরা পদত্যাগ করতে শুরু করেছেন।

এইমস-সহ দেশজুড়ে বিভিন্ন হাসপাতালের চিকিত্সকরাও সামিল হয়েছেন কলকাতার আন্দোলনরত চিকিত্সকদের সমর্থনে। শুক্রবার থেকে আইএমএ-র তরফে তিনদিনের প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন চিকিত্সকরা।

আরও পড়ুন: সোমবার দেশজুড়ে ধর্মঘটের ডাক চিকিত্সকদের

অন্যদিকে বৃহস্পতিবারই চিকিত্সকদের একটি দল রাজভবনে গিয়েছিলেন। সেখানে গিয়ে তাঁরা রাজ্যপালের সঙ্গে কথা বলেন।

এর পর শুক্রবার সন্ধ্যায় এনআরএসের জুনিয়র চিকিত্সক আহত পরিবহ মুখোপাধ্যায়কে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল। একই সঙ্গে তিনি এ নিয়ে আলোচনার জন্য রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি ডেকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

.