জম্মু ও কাশ্মীরে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, মেহবুবা মুফতিকে ফোন প্রধানমন্ত্রীর
জম্মু ও কাশ্মীরে বন্যা পরিস্থিতির আগের থেকে কিছুটা উন্নতি হলেও, এখনও উদ্বেগ কাটল না। অবস্থার খবর নিতে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।
ওয়েব ডেস্ক : জম্মু ও কাশ্মীরে বন্যা পরিস্থিতির আগের থেকে কিছুটা উন্নতি হলেও, এখনও উদ্বেগ কাটল না। অবস্থার খবর নিতে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।
আরও পড়ুন- বাল্টিক সেক্টরে তুষার ধসে নিখোঁজ তিন সেনা
গত দু'দিন ধরে তুষারপাত ও প্রবল বৃষ্টির জেরে বন্যাপরিস্থিতি দেখা দিয়েছে জম্মু ও কাশ্মীরের নীচু এলাকায়। জল বেড়েছে ঝিলম নদী ও তার শাখা নদীগুলিতে। শ্রীনগরের একাধিক এলাকায় নদীর জল বিপদ সীমা অতিক্রম করেছে। জল ঢুকেছে বেশকিছু এলাকায়। নেমছে ধসও।
পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন। তবে, আজ সকাল থেকে বৃষ্টি কম থাকায় ধীরে ধীরে জল নামতে শুরু করেছে।