নিজস্ব প্রতিবেদন: উত্তর প্রদেশের স্কুলে মিড-ডে মিলে দেওয়া হয়েছিল শুকনো রুটি আর নুন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো প্রকাশ হতেই সমালোচনার ঝড় ওঠে। যোগী প্রশাসনের তরফে বলা হয়, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। দেখা গেল, যে সাংবাদিক ওই ভিডিয়ো তুলেছিলেন তাঁর বিরুদ্ধে এফআইআর করেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ব্লক শিক্ষা আধিকারিকের অভিযোগ, পবন জয়সওয়াল নামে ওই সাংবাদিক এবং গ্রামের এক পঞ্চায়েত সদস্য ষড়যন্ত্র করে উত্তর প্রদেশ সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে। তিন পাতার এফআইআর-এ বলা হয়েছে, ওই দিন স্কুলে রুটি করা হয়। বাইরে সব্জি বানিয়ে আনা হচ্ছিল। তার মাঝে ওই ভিডিয়ো তৈরি করা হয়েছে।



আরও পড়ুন- ছুরি নিয়ে সংসদভবন চত্বরে ঢুকে পড়ে গ্রেফতার রাম রহিম ভক্ত


তবে, পড়ুয়াদের অভিভাবকদের অভিযোগ, প্রায় দিনই মিড-ডে মিলে এ ধরনের খাবার দেওয়া হত। অন্যান্য পুষ্টিকর খাবার এলেও দেওয়া হতো না বলে জানান তাঁরা। এ ঘটনার সত্যতা মেনে স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে বরখাস্ত করা হয়।