ছুরি নিয়ে সংসদভবন চত্বরে ঢুকে পড়ে গ্রেফতার রাম রহিম ভক্ত
সংসদভবন থানায় নিয়ে গিয়ে তাকে জেরা করছে পুলিস
নিজস্ব প্রতিবেদন: সংসদভবন চত্বরে ঢুকতে গিয়ে গ্রেফতার দিল্লির এক যুবক। সোমবার ওই যুবক সংসদভবনের এক নম্বর গেট দিয়ে একটি বাইকে চড়ে ঢোকার চেষ্টা করে। তাকে গ্রেফতার করে নিরাপত্তারক্ষীরা। সংসদভবন থানায় নিয়ে গিয়ে জেরা করছে পুলিস।
আরও পড়ুন-সেপ্টেম্বরের শেষে নাগাড়ে বৃষ্টিতে পণ্ড হতে পারে পুজোর বাজার
পুলিস সূত্রে জানা গিয়েছে ধৃত ওই যুবক দিল্লির লক্ষ্মীনগরের বাসিন্দা। নাম সাগর ইনশান। ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের ভক্ত সে। গেট পার করে বাইকটি ঢুকতেই তা আটকায় নিরাপত্তারক্ষীরা। তল্লাশি করে তার কাছ থেকে এক ছুরি উদ্ধার করেছে পুলিস।
Delhi: A person has been detained while he was trying to enter the Parliament allegedly with a knife. He has been taken to Parliament police station. pic.twitter.com/rKforH5i5R
— ANI (@ANI) September 2, 2019
পুলিস সূত্রে সংবাদমাধ্যমের খবর, বাইরে থেকে সংসদভবনের ছবিও তুলছিল ওই যুবক। তাকে কিছুটা মানসিক ভারসাম্যহীন বলেও মনে হয়েছে।
আরও পড়ুন-বাঁশ, বন্দুকের বাটে মাথা ফাটল বিজেপি কর্মীদের, আহত টিটাগড়ের IC, রণক্ষেত্র বারাকপুরে মোতায়েন RAF
উল্লেখ্য, ২০০১ সালে নিরাপত্তারক্ষীদের এড়িয়ে সংসদভবন চত্বরে ঢুকে পড়ে একদল জঙ্গি। গত বছর ডিসেম্বরে সংসদভবনের প্রবেশপথে একটি পিলারে এসে ধাক্কা মারে একটি ট্যাক্সি। তার পর ফের এই ঘটনা।