ওয়েব ডেস্ক : তিন তালাক সংক্রান্ত সুপ্রিম রায় নিয়ে আলটপকা মন্তব্য করে ক্ষোভের মুখে পড়লেন স্বামী ওম। পিঙ্কভিলার খবর অনুযায়ী, তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর স্বামী ওম বলেন, ‘তিন তালাক নিয়ে শীর্ষ আদালতের ওই রায় পুরুষদের মধ্যে আশঙ্কা তৈরির করবে। এর ফলে পুরুষদের তুলনায় মহিলারা বেশি স্বাধীনতা পাবে।’


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আদালত চত্ত্বরে ওই মন্তব্যের পর পরই স্বামী ওমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সেখানে হাজির বেশ কিছু মানুষ। শুধু তাই নয়, বিগ বসের প্রাক্তন প্রতিযোগীর ওই মন্তব্যের পর তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ। যদিও, ওই ঘটনার পর এ বিষয়ে কোনও মন্তব্য করেননি স্বামী ওম।


সম্প্রতি দিল্লির লোধি কলোনি থানায় স্বামী ওম-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সাইকেল চুরি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ‘হাতানোর’ অভিযোগে স্বামী ওম-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তাঁর ভাই। যা নিয়ে বেশ জল্পনা শুরু হয়।