ওয়েব ডেস্ক: ভারতীয় উপমহাদেশে আমরা ইসলামের পতাকা তুলবই। নরেন্দ্র মোদী আমাদের থামাতে পরবেন না। নতুন একটি অডিও বার্তায় এমনই হুমকি দিল আল কায়দা-র কাশ্মীর শাখার প্রধান জাকির মুসা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হিজবুল মুজাহিদিন থেকে বেরিয়ে সম্প্রতি নতুন দল গড়েছে জাকির মুসা। আল কায়দার কাশ্মীর শাখা হিসেবে পরিচিত আনসার ঘাজওয়াত-উল-হিন্দ নামে ওই দলের প্রধান এখন মুসা। সম্প্রতি মিনিট দশেকের একটি অডিও মেসেজে মুসা হুমকি দিয়েছে, ভারতকে সে মোদীর শাসন থেকে বের করে আনবেই। পাশপাশি, ভারতীয় উপমহাদেশে তোলা হবে ইসলামের পতাকা। মোদীর ক্ষমতা নেই তা ঠেকানোর।


ওই অডিও মেসেজে মুসা বলেছে, গরুর পূজারি মোদী ‌যতই রাজনৈতিক ক্ষমতার অধিকারী হোক না কেন আমাদের থামানোর ক্ষমতা ওর নেই। অন্যদিকে, পাকিস্তানের সেনাবাহিনীকেও নিশানা করেছে মুসা। ওই বার্তায় সে বলেছে, কাশ্মীরের জিহাদি আন্দোললের সঙ্গে প্রতারণা করেছে পাক সেনা ও সরকার।


আরও পড়ুন-রাম রহিমকে পদ্ম সম্মান দেওয়ার জন্য সুপারিশ করেন ৪ হাজার জন