হুঁশিয়ারি সত্ত্বেও দোকান খোলার পরিণাম, সোপোরে ফল ব্যবসায়ীর আড়াই বছরের মেয়েকে গুলি জঙ্গিদের
গোয়েন্দাসূত্রে খবর, কাশ্মীর উপত্যকায় শান্তি শৃঙ্খলা নষ্ট করতে নিয়ন্ত্রণরেখা পার করে জঙ্গি পাঠানোর চেষ্টা করছে পাকিস্তান
নিজস্ব প্রতিবেদন: নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেই সোপোরে এক ফল ব্যবসায়ীর বাড়িতে হামলা চালাল জঙ্গিরা। হামলাকারী ২ জঙ্গি পাকিস্তানি বলে দাবি করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তারা পঞ্জাবিতে কথা বলছিল বলেও দাবি করেছেন তিনি।
আরও পড়ুন-'তৃণমূলের তোলাবাজির জেরে বাঙালি মানেই এখন চোর-চিটিংবাজ ভাবে মানুষ'
জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর ধীরে স্বাভাবিকের পথে কাশ্মীর উপত্যকা। টেলিফোন লাইন সচল হচ্ছে, দোকানপাট খুলছে। এর মধ্যেই দোকান বন্ধ করার হুমকি দিয়ে রেখেছে জঙ্গিরা। সেই হুঁশিয়ারি উপেক্ষা করেই সোপোরে দোকান খুলেছিলেন ফল ব্যবসায়ী হামিদুল্লাহ রাথের। তার পরেই তাঁর বাড়িতে হামলা চালায় জঙ্গিরা।
পুলিস জানিয়েছে, উত্তর কাশ্মীরের ডাঙ্গেপুরায় হামিদুল্লার বাড়িতে ঢুকে পড়ে জঙ্গিরা। তারা হামিদুল্লার ছেলে মহম্মদ ইরশাদকে গুলি করে। তারপর তার আড়াই বছরের মেয়ে আসমা জানকেও গুলি করে। তারপর প্রতিবেশীদের সামনেই তারা সেখান থেকে পালিয়ে যায়। বাইরে থাকার জন্য প্রাণে বেঁচে যান হামিদুল্লাহ।
শ্রীনগর জেলা শাসক শাহিদ চৌধুরি সংবাদমাধ্যমে জানিয়েছেন, আসমা জানের অবস্থা আশঙ্কাজনক। তাকে চিকিত্সার জন্য বিমানে দিল্লি আনার চেষ্টা চলছে। আসমাকে দিল্লি আনার কথা বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোভালও।
আরও পড়ুন-'জামা ছিঁড়ে দেয়, বিবস্ত্র করার চেষ্টা করে,' মানিকতলায় গায়িকার যৌন হেনস্থায় অভিযুক্ত তৃণমূল নেতা
গোয়েন্দাসূত্রে খবর, কাশ্মীর উপত্যকায় শান্তি শৃঙ্খলা নষ্ট করতে নিয়ন্ত্রণরেখা পার করে জঙ্গি পাঠানোর চেষ্টা করছে পাকিস্তান। কাশ্মীরে মানুষ খুন করে আতঙ্ক জিইয়ে রাখতে চাইছে তারা। গতমাসেই ২ লস্কর জঙ্গি ধরা পড়ে বারামুলার বনিয়ার সেক্টরে।
উল্লেখ্য, ৫ অগাস্ট কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করার ঘোষণার পর উপত্যকায় হরতাল ডেকেছে জঙ্গিরা। পাশাপাশি ফোন, ইন্টারনেট বন্ধ সহ বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপের ফলে এখনও পর্যন্ত বড়সড় কোনও গন্ডগোলের ঘটনা ঘটনি। তার মধ্যেই সোপোরের এই ঘটনা নজর কেড়েছে প্রশাসনের।