নিজস্ব প্রতিবেদন: নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল ৪ জঙ্গি। সোমবার সাতসকালে পুলওয়ামার ঘটনা। নিহত জঙ্গিরা লস্কর-ই-তৈবা-র বলে মনে করা হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ত্রিপুরার মতো গোটা দেশকে চমকে দেবে ওড়িশা বিধানসভা নির্বাচনের ফল: মোদী


সোমবার সকালেও পুলওয়ামার লাসিপোরার কয়েকটি বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ, রাষ্ট্রীয় রাইফেলস ও জম্মু-কাশ্মীর পুলিসের জওয়ানরা। শুরু হয়ে যায় গুলির লড়াই। গুলিতে নিহত হয় ৪ জঙ্গি। আরও তিন জঙ্গিকে নিরাপত্তা বাহিনী কোণঠাসা করে ফেলেছে বলেছে খবর। এলাকায় চিরুণী তাল্লাশি শুরু করেছে সেনা।



নিহত জঙ্গিদের নামধাম এখনও জানা যায়নি। তবে তাদের কাছ থেকে ২টি একে ৪৭ রাইফেল, ১টি এসএলআর ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।



আরও পড়ুন-পুলওয়ামা থেকে শিক্ষা, কনভয় চলাচলের নিয়মে বড়সড় বদল আনল সিআরপিএফ


গত সপ্তাহেই ৩টি পৃথক এনকাউন্টারে ৭ জঙ্গিকে খতম করে নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে একটি এনকাউন্টার হয় অনন্তনাগ জেলায় এবং অন্য দুটি হয় বাদগাম ও সোপিয়ানে।