নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার সকালে সোপিয়ানে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে শহিদ হলেন এক জওয়ান। ৪ জঙ্গিকে খতম করল সেনা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গোপনসূত্রে খবর পেয়ে সোপিয়ানের নদিগাম এলাকায় অভিযান চালায় সেনা। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। শুরু হয় তল্লাশি। তখনই সেনাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। 
             
শ্রীনগরে প্রতিরক্ষা মুখপাত্র রাজেশ কালিয়া জানিয়েছেন, সেনার গুলিতে মারা গিয়েছে চার জঙ্গি। এখনও তল্লাশি অভিযান চলছে।


জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীকে জঙ্গিদের অবস্থান সম্পর্কে খবর দেওয়ার সন্দেহে দিন কয়েক আগে দুই কিশোরকে হত্যা করেছে জঙ্গিরা। তাদের হত্যার ভিডিও তুলে ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভয় ছড়াতেই জঙ্গিরা এহেন কাজ করেছে বলে করছে সেনা। 


এরমধ্যেই আবার নিয়ন্ত্রণ রেখায় অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখা বরাবর পুঞ্চের জেলায় সেনা ছাউনি লক্ষ্য করে গোলাগুলি ছুড়েছে পাক সেনা। পুঞ্চ ব্রিগেডের সদর দফতরের কাছেই পড়েছে তিনটি পাক গোলা। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা।


আরও পড়ুন- পুরনো বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ মহারাষ্ট্রের অর্ডন্যান্স ফ্যাক্টরিতে, হত ৬