নিজস্ব প্রতিবেদন: সিগারেট বিক্রিতে নয়া আইন জারি করতে চলেছে মোদী সরকার। সেই মোতাবেক তৈরি হয়েছে খসড়া। যেখানে উল্লেখ আছে, সিগারেট বিক্রি সিঙ্গেলে বা খোলা বাক্সে বিক্রা করা যাবে না। কিনতে হবে গোটা প্যাকেট। না মানলে কঠর শাস্তি। সেই আইনকে বদলাতে আর্জি জানিয়েছে Federation of Retailer Association of India (FRAI)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্যের নতুন আইনকে সংশোধন করা ও পুনর্বিবেচনার জন্য দাবি জানান হয়েছে। এতে ক্ষুদ্র খুচরা বিক্রেতাদের জীবিকায় আঘাত পড়বে বলে মনে করছে তারা। 


আরও পড়ুন: ৬ থেকে বেড়ে হল ৯! যাত্রীদের সুখবর শোনাল রেল মন্ত্রক


Federation of Retailer Association of India (FRAI) জানিয়েছে ভারত জুড়ে প্রায় ৪ কোটি ছোট খুচরো ব্যবসায়ী জানিয়েছে, কোভিডের জন্য প্রায় পরতি ব্যবসা। ক্ষতির পরিমাণ এতটাই যে তা পূর্ণ করতে বহু বছর কেটে যাবে। এর ওপর নতুন আইন আনলে আরও বিপদ। তাই সিগারেট বিক্রিতে নতুন আইনের সংশোধন করার আর্জি জানিয়েছেন ব্যবসায়ীদের একাংশ। 


আরও পড়ুন: যৌনাঙ্গে রড ঢুকিয়ে আঘাত! Budaun Gang Rape কাণ্ডে জালে প্রধান পুরোহিত সত্যনারায়ণ
 


এখানেই শেষ নয়, নতুন আইনে রয়েছে ১৮ বছর হয়ে গেলেও আর ধূমপান করা যাবে না। নতুন নিয়ম মোতাবেক ২১ বছরের আগে ধূমপান করা যাবে না। শুধু তাই নয়, সিগারেট-সহ যে কোনও তামাকজাত সামগ্রী কেনার ন্যূনতম বয়স বাড়ানোর পথে হাঁটতে চাইছে কেন্দ্র।Cigarettes and other Tobacco Products Amendment Act, 2020  নামক আইনের খসড়া তৈরি করেছে।শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটার দুরত্বের মধ্যে তামাকজাত নেশাদ্রব্যের দোকান রাখা যাবে না বলে উল্লেখ রয়েছে ওই খসড়ায়। খুচরো সিগারেট বিক্রি করলে  দু’বছরের জেল অথবা ১ লক্ষ টাকা জরিমানা করা হবে বিক্রেতার। ২১ বছরের কম বয়সির কাছে বিক্রি করা যাবে না সিগারেট বা তামাকজাত দ্রব্য। বিক্রেতা তৃতীয়বার একই ভুল করলে ৫ বছরের জেল সহ ৫ লক্ষ টাকা জরিমানা হবে।