৫ বছরের জন্য কি মুখ্যমন্ত্রী থাকবেন কুমারস্বামী? জল্পনা শুরু কংগ্রেস নেতার মন্তব্যে
শরিক কংগ্রেস নেতার মন্তব্যে অস্বস্তিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। একই সঙ্গে অনিশ্চয়তার মুখে জোট সরকারের ভবিষ্যত্। শুক্রবার কংগ্রেস নেতা তথা সেরাজ্যের উপ-মুখ্যমন্ত্রী জি পরমেশ্বর এক প্রশ্নের উত্তরে বলেন, `কুমারস্বামী ৫ বছর মুখ্যমন্ত্রী থাকবেন এমন সিদ্ধান্ত এখনো হয়নি।`
ওয়েব ডেস্ক: শরিক কংগ্রেস নেতার মন্তব্যে অস্বস্তিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। একই সঙ্গে অনিশ্চয়তার মুখে জোট সরকারের ভবিষ্যত্। শুক্রবার কংগ্রেস নেতা তথা সেরাজ্যের উপ-মুখ্যমন্ত্রী জি পরমেশ্বর এক প্রশ্নের উত্তরে বলেন, 'কুমারস্বামী ৫ বছর মুখ্যমন্ত্রী থাকবেন এমন সিদ্ধান্ত এখনো হয়নি।'
কংগ্রেসের সমর্থন নিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন জেডিএস নেতা এইচডি কুমারস্বামী। গত বুধবার তাঁকে পদ ও গোপনীয়তার শপথ পাঠ করান রাজ্যপাল বাজুভাই বালা। উপ মুখ্যমন্ত্রী হন কংগ্রেসের জি পরমেশ্বর। শুক্রবার কর্ণাটক বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন কুমারস্বামী। তার আগে সকালে উপ মুখ্য়মন্ত্রী পরমেশ্বর জানান, 'এই সরকারে কুমারস্বামী কত দিন মুখ্যমন্ত্রী থাকবেন বা মন্ত্রিসভার কোন পদ কোন দলের কাছে থাকবে তা নিয়ে এখনো কোনও সিদ্ধান্ত হয়নি। ভালমন্দ বিচার করে আমরা সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত হবে দৃঢ় প্রশাসনের স্বার্থে।'
দেশে জন্ম নিয়ন্ত্রণে কড়া আইন চান কেন্দ্রীয় মন্ত্রী
বিজেপিকে ঠেকানোর নামে কর্ণাটকে জেডিএসের হাত ধরেছে কংগ্রেস। বিধানসভা নির্বাচনের ফল বেরোতেই কুমারস্বামীকে নিঃশর্ত সমর্থন ঘোষণা করে কংগ্রেস নেতৃত্ব। ২২২ আসনের কর্ণাটক বিধানসভায় মাত্র ৮টি আসনের জন্য ক্ষমতা হাতছাড়া হয়েছে বিজেপির। তারা পেয়েছে ১০৪টি আসন। কংগ্রেস পেয়েছে ৭৮টি ও জেডিএস পেয়েছে ৩৮টি আসন।
বলে রাখি, এর আগে ক্ষমতা ভাগাভাগির শর্তে ২০০৬ সালে বিজেপির সমর্থনে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদে বসেন এইচডি কুমারস্বামী। তবে ২০০৭ সালের অক্টোবরে ক্ষমতা হস্তান্তরের কথা থাকলেও তেমনটা করতে অস্বীকার করেন তিনি। এর ফলে সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে বিজেপি। ফলে ২০০৮ সালের ৮ অক্টোবর পদত্যাগ করতে বাধ্য হন কুমারস্বামী। এর পর ২ বছর কর্ণাটকে লাগু ছিল রাষ্ট্রপতি শাসন।