G 20 Summit: শুরু জি-২০, মধ্যমণি নমোর নেমপ্লেটে `ভারত`! স্থায়ী সদস্যপদ আফ্রিকা ইউনিয়নের
`সবার একসঙ্গে চলার সময় এসেছে। সব কা সাথ সব কা বিকাশ। ১ পৃথিবী, ১ সংসার, ১ ভবিষ্যত। বসুধৈবকুটুম্বকম মন্ত্রেই এবার সময় ভারতের।`
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নয়াদিল্লিতে শুরু হল জি ২০ শীর্ষ সম্মেলন। হাতুড়ি ঠুকে সম্মেলনের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনের শুরুতেই সম্মলনের শুরুতে আফ্রিকা ইউনিয়নকে স্থায়ী সদস্যপদ দেওয়ার প্রস্তাব রাখলেন মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই স্থায়ী সদস্যপদের প্রস্তাবে সায় দিল প্রত্যেক সদস্য দেশ-ই। 'ভারত মণ্ডপম'-এ আগাগোড়া হিন্দিতেই বক্তব্য রাখলেন মোদী। এমনকি জি-২০ সম্মেলনে নজর কাড়ল মধ্যমণি মোদীর নেমপ্লেট। যেখানে বড় বড় হরফে দেশের নাম লেখা 'ভারত (BHARAT)'।
উদ্বোধনী ভাষণে মোদীর গলায় শোনা গেল, সব কা সাথ, সব কা বিকাশের স্লোগান। মোদী বলেন, "জি-২০ প্রেসিডেন্সি ভারতকে অন্য সুযোগ এনে দিয়েছে। ভারত সব অতিথিদের স্বাগত জানাচ্ছে। সবার একসঙ্গে চলার সময় এসেছে। সব কা সাথ সব কা বিকাশ। ১ পৃথিবী, ১ সংসার, ১ ভবিষ্যত। বসুধৈবকুটুম্বকম মন্ত্রেই এবার সময় ভারতের।" এদিন জি-২০ সম্মেলনের প্রথম পর্বে রয়েছে 'এক পৃথিবী' নিয়ে আলোচনা। এরপর কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ভারত ও একাধিক রাষ্ট্রের প্রতিনিধিরা। নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন অন্য রাষ্ট্রনেতারাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা। ৩ দিনে মোট ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক করার সূচি রয়েছে মোদীর। আজ বৈঠক করতে পারেন ইংল্যান্ড, জাপান, জার্মানি ও ইটালির সঙ্গে।
বিকেল ৩টে থেকে রয়েছে দ্বিতীয় সেশন, 'এক সংসার-এক পরিবার'। সন্ধে পর্যন্ত চলবে দ্বিতীয় সেশন। রাতে রয়েছে রাষ্ট্রপতির ডাকে নৈশভোজ। নৈশভোজ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজন করা হয়েছে বিশেষ সঙ্গীতানুষ্ঠানের। ভারতের শাস্ত্রীয় সঙ্গীত ও বেশ কিছু বিরল বাদ্যযন্ত্র বাজাবেন শিল্পীরা। প্রসঙ্গত, রাষ্ট্রপতির এই নৈশভোজের আমন্ত্রণপত্র থেকে 'ভারত' বিতর্কের সূত্রপাত। কারণ, আমন্ত্রণপত্রে 'প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া'র পরিবর্তে লেখা ছিল 'প্রেসিডেন্ট অফ ভারত'। যা থেকেই দেশের নাম পরিবর্তন নিয়ে জল্পনার শুরু। এবার জি ২০-তেও 'ইন্ডিয়া' বনাম 'ভারত'। দেশের নাম পরিবর্তন নিয়ে জল্পনার মাঝেই জি-২০-তে মোদীর নেমপ্লেটেও উধাও হয়ে গেল ইন্ডিয়া! মোদীর নামের পাশে ‘ইন্ডিয়ার’ বদলে দেশের নাম লেখা ‘ভারত’।
আরও পড়ুন, G20 Summit| Modi-Biden Meet: নৈশভোজে মোদী-বাইডেন একান্তে বৈঠক, মিটতে চলেছে দীর্ঘদিনের এক বড় সমস্যা!