ওয়েব ডেস্ক : গান্ধীজির আদর্শ বিশ্বের কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে। জন্মদিনে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে গিয়ে সোমবার এমনই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গান্ধী জয়ন্তীতে টুইট করেও ‘জাতির জনক’কে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সেই সঙ্গে মহাত্মা গান্ধীকে স্মরণ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘স্বচ্ছ ভারত অভিযানকে দেশের ১২৫ কোটি মানুষ হৃদয় থেকে গ্রহণ করেছেন। গান্ধী জয়ন্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতিও শ্রদ্ধা জানান।


গান্ধীজির জন্মদিন উপলক্ষ্যে বেশ কিছু ছবি দেখানো হবে। যে ছবিগুলি হয়তো এই প্রথম আপনি দেখেছেন। দেখুন গান্ধীজির সেই না-দেখা ছবিগুলি...


 স্ত্রী কস্তুরবা গান্ধীর সঙ্গে মহাত্মা গান্ধী..



ডান্ডি অভিযানে গান্ধী..



সরোজিনী নাইডুর সঙ্গে মহাত্মা গান্ধী..



চির পরিচিত সেই গান্ধীজি, যিনি চরকা কাটছেন..



জওহরলাল নেহরুর সঙ্গে মহাত্মা গান্ধী..



সর্দার বল্লভ ভাই প্যাটেলের সঙ্গে মহাত্মা গান্ধী..



ভারতের গণতন্ত্র কেমন হবে, তা নিয়ে শুরু হয় রাউন্ড টেবিল কনফারেন্স, সেই কনফারেন্সে হাজির হন মহাত্মা গান্ধীও..



দিল্লির বিড়লা হাউজে মহাত্মা গান্ধী..



ব্রিটেনে মহাত্মা গান্ধী..