নিজস্ব প্রতিবেদন: সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনের তদন্তে ধৃত এক সন্দেভাজনের ডাইরি ঘুম ছুটিয়ে দিয়েছে পুলিসের। অমল কালে নামে নামে ওই সন্দেহভাজনের ডাইরিতে মিলেছে ৩৬ জনের নাম। গৌরীর পর এরাই ছিল পরবর্তি টার্গেট। শুধু তাই নয়, পাওয়া গিয়েছে ৫০ জন শ্যুটারের নামও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-শহরের এই প্রথম চিনা মাদকের হদিশ, উদ্ধার ৪০ কোটি টাকার ১৯৭ কেজি মাদক


কালের ডাইরিতে থাকা অধিকাংশ টার্গেট মহারাষ্ট্রের। ১০ জন কর্ণাটকের। এদের মধ্যে মহিলা সমাজকর্মীও রয়েছে। টার্গেটে থাকা লোকজনদের হিন্দু বিরোধী বলে উল্লেখ করা হয়েছে ডাইরিতে।


সংবাদ মাধ্যম সূত্রে খবর, ডাইরিতে লেখার অধিকাংশই সাংকেতিক ভাষায়। কর্ণাটক ও মহারাষ্ট্রের ৫০ জন শুটারের নাম পাওয়া গিয়েছে ডাইরিতে। এদের মধ্যে কারা কোন অস্ত্র চালাতে পারদর্শী তারও বিবরণ রয়েছে। তালিকায় থাকা শুটারদের কারা সবচেয়ে দুর্ধর্ষ তাদেরও চিহ্নিত করে ফেলেছিল কালে।


আরও পড়ুন-জিও-র মতো ইন্টারনেট দুনিয়ায় ফের ধামাকাদার প্রোজেক্ট আনছেন মুকেশ অম্বানি


এরকমই একজন ডাকাবুকো শুটার ছিল পরশুরাম ওয়াগমারে। সে-ই গৌরী লঙ্কেশকে লক্ষ্য করে গুলি করেছিল বলে মনে করছে পুলিস। ওই আপারেশন করার জন্য পরশুরামকে ১০ হাজার টাকা দেওয়া হয় বলে মনে করা হচ্ছে।