গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে নকশাল-যোগ খতিয়ে দেখা হোক, দাবি ভাইয়ের
ওয়েব ডেস্ক: গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে ধর্মীয় মৌলবাদীদের যোগ থাকার অভিযোগ উঠছে। তবে তাঁর ভাই ইঙ্গিত দিলেন, কন্নড় সাংবাদিকের খুনের নেপথ্যে নকশালদের হাতও থাকতে পারে।
গৌরী লঙ্কেশের ভাই ইন্দ্রজিৎ লঙ্কেশের কথায়, "তদন্তে সবকটি দিকই খতিয়ে দেখা উচিত। নকশালদের সমাজের মূলস্ত্রোতে ফিরিয়ে আনছিলেন তিনি। এজন্য অনেকের রোষের মুখে পড়েছিলেন। লঙ্কেশের খুনের হুমকি দিয়ে চিঠি পাঠানো হত। প্রান্তিকদের পাশে থাকত দিদি। প্রাণনাশের হুমকির ব্যাপারে কখনও মা বা বোনকে কিছু বলেনি। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া আমায় জানিয়েছেন, সম্প্রতি তিনি বৈঠক করেছিলেন লঙ্কেশের সঙ্গে। তাঁকে কিছু বলেননি দিদি।"
গৌরী লঙ্কেশের নকশালপন্থী অবস্থান নিয়ে ভাই ও দিদির মধ্যে বিরোধ তৈরি হয়েছিল। বাবা পি লঙ্কেশের 'লঙ্কেশ পত্রিকা' ছেড়ে বেরিয়ে যান গৌরী। ওই পত্রিকাটির মালিক ও প্রকাশক ইন্দ্রজিৎ। ২০০৫ সালে গৌরী লঙ্কেশ পত্রিকা নামে একটি কন্নর ট্যাবলয়েড শুরু করেন গৌরী। দিদির সঙ্গে তাঁর আদর্শ মেলেনি বলে স্বীকার করেছেন ইন্দ্রজিৎ। তবে দিদির বামপন্থার আদর্শকে সম্মান করেন তিনি।
আরও পড়ুন, 'গৌরী লঙ্কেশ অমর রহে' স্লোগানে সমাহিত হলেন প্রবীণ সাংবাদিক