জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  চুপেসাড়ে বাগদান সারলেন শিল্পপতি গৌতম আদানির ছোট ছেলে জিত্ আদানি। হিরে ব্যবসায়ীর মেয়ে ডিভা জয়মিন শাহের সঙ্গে বাগদান হল গৌতম আদানির কনিষ্ঠ পুত্রের। আমেদাবাদে একটি ছোটখাটো অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাগদান সম্পন্ন হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুদিন আগেই হয়েছে বাগদান অনুষ্ঠান। ১২ মার্চ বাগদান সম্পন্ন হয়। খুব শিগগিরই চার হাত এক হতে চলেছে দুই ব্যবসায়ী পরিবারের দুই ছেলে-মেয়ের। আমেদাবাদে বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধুমাত্র পরিবারের সদস্যরা ও যুগলের কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। শিল্পপতি গৌতম আদানির হবু পুত্রবধূ ডিভা হিরে ব্যবসায়ী জয়মিন শাহের মেয়ে। মুম্বই ও সুরাটের হিরে সংস্থা সি দীনেশ অ্যান্ড কো-প্রাইভেট লিমিটেডের কর্ণধার হলেন জয়মিন শাহ। 


অন্যদিকে কোটিপতি বাবার ছেলে জিত্, আদানি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ফাইনান্স। সংস্থার স্ট্র্যাটেজিক ফিনান্স, ক্যাপিটাল মার্কেট ও সরকারি বিভিন্ন পলিসির দেখভাল করে থাকেন জিত্। পাশাপাশি, আদানি এয়ারপোর্ট ও আদানি ডিজিটাল ল্যাবের দায়িত্বেও রয়েছেন জিত্। তিনি নিজেও একজন প্রশিক্ষিত পাইলট। উল্লেখ্য, কোটিপতি শিল্পপতি গৌতম আদানির কনিষ্ঠ পুত্র জিত্ আদানি নিজেও বিশ্বের একজন অন্যতম ধনী ব্যক্তি।


এই বাগদান অনুষ্ঠানের একটিমাত্র ছবি-ই সামনে এসেছে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল সেই ছবিতে দেখা যাচ্ছে, যুগল ম্যাচিং করে প্যাস্টেল শেডের পোশাক পরেছে। দুজনের পোশাকেই রয়েছে নিখুঁত নকশার কারুকাজ। গোলাপি ও নীল রঙের লেহেঙ্গায় আদানিদের হবু পুত্রবধূকে লাগছিল সত্যিকারেই 'ডিভা'।


আরও পড়ুন, ইনস্টা রিলস, নাচের ভিডিয়ো শুট নিয়ে যাত্রীদের কড়া বার্তা মেট্রো কর্তৃপক্ষের



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)