যুবক খুনে যাবজ্জীবন কারাদণ্ড হল বিহারের শাসক দলের বিধায়কের ছেলের
ওয়েব ডেস্ক: আদিত্য সচদেব হত্যাকাণ্ডে রকি যাদবকে যাবজ্জীবন সাজার নির্দেশ দিল গয়ার দায়রা আদালত। গত বছর মে মাসে মৃত্যু হয়েছিল আদিত্যর। সেই ঘটনায় বিহারের প্রভাবশালী জদইউ বিধায়ক মনোরমা দেবীর ছেলে রকি ছাড়া আরও দুজনের খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। মূল অভিযুক্ত রকি যাদবের বাবা বিন্দি যাদবকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
আদিত্য সচদেব হত্যাকাণ্ডে গত ৩১ অগাস্ট রকি-সহ চার জনকে দোষী সাব্যস্ত করেন বিচারক। ২০১৬ সালে ৭ মে রকির এসইউভি-র পাশ দিয়ে গাড়ি নিয়ে এগিয়ে যান আদিত্য। সেই রাগে আদিত্যকে গুলি করে হত্যা করে রকি। পুলিশের কাছে সে হত্যার কথা স্বীকার করে। আদালতের রায়ে খুশি আদিত্যর পরিবার। রকির আইনজীবী জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আবেদন করবেন।
ঘটনার পর ছেলেকে বাঁচানোর অভিযোগ উঠেছিল মনোরমার বিরুদ্ধে। তারপর তাঁকে সাসপেন্ড করে জদইউ। রকির বাবা বিন্দি যাদব গয়ার কুখ্যাত দুষ্কৃতী।
আরও পড়ুন, গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে মোদীকে আক্রমণ রাহুল গান্ধীর