গাজিয়াবাদে পুলিসি চেকিংয়ের সময় গাড়ি থেকে চলল গুলি!
গাজিয়াবাদে পুলিসি চেকিংয়ের সময় গাড়ি থেকে চলল গুলি। পুলিস-দুষ্কৃতী ধুন্ধুমার লড়াইয়ে উত্তপ্ত এলাকা। আগামিকাল প্রজাতন্ত্র দিবসের আগে এধরনের ঘটনা, নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে নিরাপত্তা ব্যবস্থাকে। গতরাতে গোবিন্দপুরম পুলিস চৌকির সামনে রুটিন চেকিং করছিলেন পুলিস কর্মীরা। ছাব্বিশে জানুয়ারির আগে গাজিয়াবাদে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় এধরনের চেকিং চলছে। গোবিন্দপুরমে চেকিং চলাকালীন একটি গাড়িকে থামতে বলা হলে, সেটি আরও স্পিড বাড়িয়ে পালানোর চেষ্টা করে। গাড়ির ভিতর থেকে পুলিসকে লক্ষ্য করে চলে মুহর্মুহু গুলি। পাল্টা গুলি চালায় পুলিসও। রীতিমতো চেস করে ধরে ফেলা হয় দুষ্কৃতীদের গাড়িটিকে। এক জনকে গ্রেফতারও করা হয়। তবে পুলিসের অনুমান, গাড়িতে আরও এক দুষ্কৃতী ছিল। সে এখনও ফেরার।
ওয়েব ডেস্ক: গাজিয়াবাদে পুলিসি চেকিংয়ের সময় গাড়ি থেকে চলল গুলি। পুলিস-দুষ্কৃতী ধুন্ধুমার লড়াইয়ে উত্তপ্ত এলাকা। আগামিকাল প্রজাতন্ত্র দিবসের আগে এধরনের ঘটনা, নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে নিরাপত্তা ব্যবস্থাকে। গতরাতে গোবিন্দপুরম পুলিস চৌকির সামনে রুটিন চেকিং করছিলেন পুলিস কর্মীরা। ছাব্বিশে জানুয়ারির আগে গাজিয়াবাদে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় এধরনের চেকিং চলছে। গোবিন্দপুরমে চেকিং চলাকালীন একটি গাড়িকে থামতে বলা হলে, সেটি আরও স্পিড বাড়িয়ে পালানোর চেষ্টা করে। গাড়ির ভিতর থেকে পুলিসকে লক্ষ্য করে চলে মুহর্মুহু গুলি। পাল্টা গুলি চালায় পুলিসও। রীতিমতো চেস করে ধরে ফেলা হয় দুষ্কৃতীদের গাড়িটিকে। এক জনকে গ্রেফতারও করা হয়। তবে পুলিসের অনুমান, গাড়িতে আরও এক দুষ্কৃতী ছিল। সে এখনও ফেরার।