ওয়েব ডেস্ক : ভূত আছে না নেই?  এ নিয়ে বহুমুনির বহু মত। তবে যুক্তিতক্ক পরে হবে। তার আগে চলুন দেখে নেওয়া যাক দিল্লির রাস্তায় মাঝরাতে জোড়া ভূতের কারসাজি!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেউ স্কুটি ফেলে দৌড়াল তো কেউ সাইকেল থেকে পড়ে গিয়ে দে ছুট। ভূতের খপ্পড়ে পড়ে মাঝরাস্তাতেই ব্রেক ফেল হল গাড়ির। একজন আবার একটু সাহসী হয়ে সামনে গিয়ে পরখ করে দেখতে চেয়েছিলেন। ব্যস্, আর যাবেন কোথায়? পেছন থেকে এসে তাকে ধাক্কা মারল ‘যমজ’ ভূত। পড়ি কি মরি করে সে তল্লাট থেকে তখন চম্পট ‘বীরপুরুষ’-এর।


ভূতে ভয়ের ভিডিওটি দেখতে ক্লিক করুন-