Crocodile | Viral Video: OMG! থপথপিয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে বিশাল কুমির, আতঙ্কে কাঁটা সবাই...
চিপ্লানের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে শিব নদী। এই শিব নদীতে প্রচুর পরিমাণে কুমির রয়েছে বলে খবর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃষ্টি ভেজা সন্ধের আলো আঁধারি রাস্তা। সেই আলো আঁধারি রাস্তাতেই দেখা মিলল তার। থপথপিয়ে হেলে-দুলে রাস্তা দিয়ে হেঁটে আসছেন তিনি! আর তাকে দেখেই পথচলতি মানুষজন থেকে গাড়িচালকরা রাতের অন্ধকারে ভূত দেখার মত-ই ভয়ে কাঁটা!
আসলে এতক্ষণ ধরে যার বিষয়ে কথা হচ্ছে, সেটা আর কেউ নয়, একটি বিশালকার কুমির। মহারাষ্ট্রের রত্নগিরি জেলার চিপ্লানের রাস্তায় হাঁটতে দেখা যায় কুমিরটিকে। রাস্তায় কুমিরকে ওভাবে হাঁটতে দেখে গাড়িচালকরা আতঙ্কিত হয়ে পড়েন। আবার এক অটোচালককে দেখা যায়, গাড়ি নিয়েই ঘুরে ঘুরে কুমিরটির ভিডিয়ো করতে। জনৈক কুমিরটির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
ভিডিয়ো শেয়ার হতেই তা ভাইরাল। আপনিও দেখুন সেই ভিডিয়ো। রবিবার রাতের ঘটনা। প্রসঙ্গত, রত্নগিরির চিপ্লানের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে শিব নদী। এই শিব নদীতে প্রচুর পরিমাণে কুমির রয়েছে বলে খবর। জানা গিয়েছে, ওই কুমিরটিও পরে শিব নদীতে নেমে যায়। এর আগেও এধরনের ঘটনা সামনে এসেছে। যেখানে রাস্তায় হেঁটে বেড়াতে দেখা যায় কুমির। এমনকি নদীর ধারের রেলিং টপকানোর চেষ্টা করতেও দেখা যায় কুমিরকে।
আরও পড়ুন, UP: 'খিদের জ্বালায় ওদের কান্না সহ্য করতে পারছিলাম না', যোগীরাজ্যে ২ সন্তানকে নদীতে চুবিয়ে মারল মা!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)