নিজস্ব প্রতিবেদন: বোরখা নিষিদ্ধ করা নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যেই বোরখাকে হাতিয়ার করে ফের ঘটল অপরাধ। মহারাষ্ট্রের আহমেদনগরে বোরখায় মুখ ঢেকে এক যুবককে অ্যাসিড ছুঁড়লেন এক মহিলা। তবে তাতেও শেষরক্ষা হয়নি। মহিলাকে গ্রেফতার করেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে খবর, আমির নামে ওই যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়েছিলেন অঞ্জুম নামে ওই যুবতী। সম্প্রতি তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু বিচ্ছেদ মেনে নিতে পারেননি অঞ্জুম। তাই আমিরকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়েন তিনি। 


 



ঘটনার পর একালা ছাড়েন অঞ্জুম। ওদিকে অ্যাসিডে আমিরের শরীরের প্রায় ১৫ শতাংশ দগ্ধ হয়ে গিয়েছে। শরীরের ওপরের দিকে ক্ষতের পরিমাণ বেশি। স্থানীয় হাসপাতালে তাঁর চিকিত্সা চলছে। পুলিস জানিয়েছে, আমির ও অঞ্জুম ২ বছর সম্পর্কে ছিলেন। সম্প্রতি অঞ্জুমের সঙ্গ ত্যাগ করেন আমির। অন্য মেয়েদের সঙ্গে কথা বলতে শুরু করেন তিনি। যা একেবারেই মেনে নিতে পারেননি অঞ্জুম। 


ভারতীকে নিয়ে রিপোর্ট তলব কমিশনের,প্রার্থীপদ বাতিলের দাবি তৃণমূলের,বিজেপির অভিযোগ ষড়যন্ত্রের


তদন্তকারীরা আরও জানিয়েছেন, আমিরের ওপর হামলা চালানোর জন্য ২০১৮ সাল থেকে পরিকল্পনা করছিলেন অঞ্জুম। সেজন্য টিভিতে একাধিক ক্রাইম ধারাবাহিক দেখেন তিনি। এর পর আমিরকে শহরের একটি হোটেলের সামনে ডাকেন তিনি। সেখানেই বোরখা পরে এসে আমিরের মুখে অ্যাসিড ছুঁড়ে পালান অঞ্জুম। 


তিন দিন পর অঞ্জুমকে গ্রেফতার করে পুলিস। স্থানীয় পুলিস আধিকারিক জানিয়েছেন, যুবতী অ্যাসিড কোথা থেকে পেলেন, জানতে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে কাউকে গভীর আঘাত করার ধারায় মামলা রুজু হয়েছে।