ওয়েব ডেস্ক : কথায় বলে, 'রাখে হরি, তো মারে কে?' এবার হয়তো সেই কথাটাই সত্যি প্রমাণিত হল। কারণ মহারাষ্ট্রের কুরলা স্টেশনে যা ঘটল তা বিষ্ময় ছাড়া কিছুই না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রতীক্ষা নাটেকর। ভানডুপের বাসিন্দা এই তরুণী বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কুরলা স্টেশনে লাইন পার হয়ে প্ল্যাটফর্মে উঠতে যাচ্ছিলেন প্রতীক্ষা। কানে হেডফোন থাকায় ট্রেনের কোনও আওয়াজই তিনি শুনতে পাননি। আর তাই প্ল্যাটফর্মে ওঠার ঠিক আগে হঠাত্ই সামনে চলে আসে ট্রেনটি। সজোরে ধাক্কা মারে প্রতীক্ষাকে। লাইনে পড়ে যান তিনি। আর তার ওপর দিয়ে চলে যায় ট্রেনটি।


আরও পড়ুন- প্রেমিকের জন্য এই যুবতী যা করল, শুনলে তাজ্জব হয়ে যাবেন!


প্ল্যাটফর্মে তখন থিকথিক করছে ভীড়। সকলের সামনেই এই ঘটনাটা ঘটায় অনেকেই আঁতকে ওঠেন। ট্রেনটি চলে যাওয়ার পর প্রতীক্ষাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। প্রথমিক চিকিত্সার পর তাঁকে সেখানে ছেড়ে দেওয়া হয়। শেষ লাইনটা পড়ে চমকে উঠলেন তো? ওঠারই কথা! কারণ ট্রেনটি তাঁর ওপর দিয়ে চলে গেলেও, প্রাণে বেঁচে যান তিনি।


প্রতীক্ষার পরিবারের সদস্যরা বলেন, প্রথমটায় ধরেই নেওয়া হয়েছিল প্রতীক্ষা মারা গেছেন। প্রসঙ্গত, প্রতিদিন মুম্বইয়ের রেল ট্র্যাকে ১০জন করে যাত্রীর মৃত্যু হয়।