টিকা-ওষুধের পর এবার করোনা প্রতিরোধে Nasal Spray, শীঘ্রই ভারতে শুরু হচ্ছে তৃতীয় ট্রায়াল
তৃতীয় ট্রায়াল শুরু করছে Glenmark Pharmaceuticals।
নিজস্ব প্রতিবেদন: করোনার একাধিক টিকা ইতিমধ্যে বাজারে এসেছে। ওষুধও বাজারজাত হওয়ার অপেক্ষায়। এরই মধ্যে করোনা প্রতিরোধে আসতে চলেছে আরও অস্ত্র। এবার Nasal Spray। শীঘ্রই ভারতে এর তৃতীয় ধাপের ট্রায়াল শুরু করতে চলেছে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস (Glenmark Pharmaceuticals)। সংস্থার দাবি, করোনার বিরুদ্ধে তাঁদের ন্যাজাল স্প্রে অত্যন্ত কার্যকর।
জানা গিয়েছে, তাঁদের ন্য়াজাল স্প্রে বাজারজাত করার অনুমতি চেয়ে গত সপ্তাহে ড্রাগ রেগুলেটরের কাছে আবেদন করেছে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস (Glenmark Pharmaceuticals)। যদিও ড্রাগ রেগুলেটরের অন্তর্গত সাবজেক্ট এক্সপার্ট কমিটি (SEC) প্রথমে সংস্থাটিকে তৃতীয় ট্রায়াল সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে। যা শীঘ্রই শুরু হতে চলেছে। সংস্থার দাবি, সামনে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করছেন তাঁরা। ইতিমধ্যে কানাডার সংস্থা স্যানোটিজের সঙ্গে হাত মিলিয়েছে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস (Glenmark Pharmaceuticals)। এই বিষয়ে সংস্থাটি জানিয়েছে, ভারতে SARS-COV-2 ভাইরাসের মোকাবিলা করতে একসঙ্গে কাজ করবে তাঁরা।
আরও পড়ুন: সীমান্তে বাড়ছে উত্তাপ, অনুপ্রবেশের জন্য পাক লঞ্চপ্যাডে অপেক্ষায় ২৫০-৩০০ জঙ্গি
আরও পড়ুন: Earthquake: সাত সকালে কেঁপে উঠল পূর্ব ভারতের এই রাজ্য, আতঙ্কে সাধারণ মানুষ
ইতিমধ্যে বহুদেশে তাঁদের ন্যাজাল স্প্রে বাজারজাত করেছে কানাডার সংস্থা স্যানোটিজ (Sanotize)। যা করোনার বিরুদ্ধে খুবই ভাব কাজ করছে বলেই সূত্রের খবর।