LoC:সীমান্তে বাড়ছে উত্তাপ, অনুপ্রবেশের জন্য পাক লঞ্চপ্যাডে অপেক্ষায় ২৫০-৩০০ জঙ্গি

জম্মু-কাশ্মীর পুলিসের DG Dilbag Singh-এর বক্তব্যে বাড়ছে আতঙ্ক। 

Updated By: Jul 9, 2021, 11:01 AM IST
LoC:সীমান্তে বাড়ছে উত্তাপ, অনুপ্রবেশের জন্য পাক লঞ্চপ্যাডে অপেক্ষায় ২৫০-৩০০ জঙ্গি

নিজস্ব প্রতিবেদন: বেশ কয়েকদিন শান্ত থাকার পর, সম্প্রতি আবার উত্তপ্ত হয়েছে কাশ্মীর (Kashmir)। এয়ারফোর্স স্টেশনে (Air Force Station) বিস্ফোরক হানা, আকাশে সন্দেহভাজন ড্রোনের ঘোরাঘুরি, সেনা-জঙ্গি গুলির লড়াই সরগরম উপত্যকা। এই পরিস্থিতিতে আরও ভয়ঙ্কর এক বিপদের আভাস দিলেন জম্মু-কাশ্মীর পুলিসের ডিজি দিলবাগ সিং (DG Dilbag Singh)। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, নিয়ন্ত্রণ রেখার ওপাড়ে অপেক্ষায় রয়েছে ২৫০ থেকে ৩০০ জন জঙ্গি। পাক ভূমিতে একাধিক লঞ্চপ্যাডে ভারতে অনুপ্রবেশের জন্য প্রস্তুত তারা।

আতঙ্ক বাড়িয়ে তিনি বলেন, 'সীমান্ত দিয়ে অনবড়ত মাদক এবং অস্ত্র পাচারের চেষ্টা চলছে। এর জন্য বিভিন্ন সুরঙ্গ ব্যবহার করা হচ্ছে। এমন বেশ কয়েকটি সুরঙ্গ সম্প্রতি নজরেও এসেছে। এছাড়া পাকিস্তানের দিক থেকে সীমান্তে ড্রোনের উৎপাত বেড়েছে। জইশ ও লস্করের মতো জঙ্গি গোষ্ঠীগুলো ক্রমাগত ড্রোনের মাধ্যামে এপাড়ে অস্ত্র পাচার চালিয়ে যাচ্ছে।' সীমান্তে লঞ্চপ্যাডে আশ্রয় দেওয়া থেকে শুরু করে, ভারতীয় সেনাকে গুলির লড়াইয়ে ব্যস্ত রেখে জঙ্গিদের অনুপ্রবেশের সুযোগ করে দেওয়া-সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে যেভাবে ক্রমাগত পাকিস্তান মদত দিয়ে যাচ্ছে, সেই বিষয়টিও সাক্ষাৎকারে তুলে ধরেন জম্মু-কাশ্মীর পুলিসের ডিজি দিলবাগ সিং (DG Dilbag Singh)।

আরও পড়ুন: Earthquake: সাত সকালে কেঁপে উঠল পূর্ব ভারতের এই রাজ্য, আতঙ্কে সাধারণ মানুষ

আরও পড়ুন: রাজৌরিতে জঙ্গলে লুকিয়ে ছিল ২ পাক জঙ্গি, তল্লাশি চালিয়ে খতম করল সেনা

গত মাসে জম্মু বিমানবন্দরের এয়ারফোর্স স্টেশনে (Air Force Station) জঙ্গি হামলা প্রসঙ্গে তিনি বলেন, 'হামলায় ব্যবহৃৎ IED যে পাকিস্তানে তৈরি হয়েছে, তা প্রমাণিত।' গত ৬ জুলাই নর্থ ব্লকে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। সূত্রের খবর, সেই বৈঠকেই স্পষ্ট ভাবে তিনি জানান যে এয়ারফোর্স স্টেশনে হামলায় দায়ী পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা।  

.