জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার গোয়ার আঞ্জুনা বিচের ঘটে গেল এক বড় দুর্ঘটনা। সেখানে গ্রামে একটি হোটেলের রিসেপশনে একটি স্পোর্টস ইউটিলিটি গাড়ি (এসইউভি) এসে ধাক্কা মারে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং দু'জন আহত হয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই ঘটনায় নিহত হয়েছেন হোটেলের মালিক নিজে। তাঁর নাম রেমিডিয়া মেরি আলবুকার্ক। তাঁর বয়স ছিল ৫৭ বছর। অপর দুই কর্মী, ২২ বছরের শিব মঙ্গল ডিন্ডো এবং ৩১ বছরের রূপা পারস আহত হয়েছেন।


ফোর্ড কম্পানির এন্ডেভার গাড়িটির চালক ছিলেন ৪২ বছর বয়সী শচীন ভেনু গোপাল কুরুপ। তিনি পুনের কোন্ধওয়ার বাসিন্দা। জানা গিয়েছে, কুরুপকে গ্রেফতার করা হয়েছে এবং অপরাধমূলক হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।


আরও পড়ুন: Delhi AQI | Diwali 2023: দীপাবলির পরে ধোঁয়ার চাদরে ঢাকা দিল্লি, চিন্তা বাড়াচ্ছে দূষণ পরিস্থিতি


পুলিস জানিয়েছে, অভিযুক্ত অঞ্জুনার ভ্যাগাটোরের লা মায়োর রোমা রিসোর্টে যাচ্ছিল। কুরুপ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পরে ২ টনের SUVটি সরাসরি ওই হটেলের রিসেপশনে চলে যায়। ঘটনার সময় আলবুকার্ক এবং দুই কর্মী রিসেপশন কাউন্টারে উপস্থিত ছিলেন।


ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিস, জীভবা ডালভি বলেছেন যে অভিযুক্ত ব্যক্তি তার গাড়িটি ‘বেপরোয়া এবং বিপজ্জনকভাবে চালাচ্ছিলেন এবং ভালভাবে জানতেন যে এতে যে কোনও নিরপরাধ ব্যক্তির মৃত্যু হতে পারে’। ডালভি যোগ করেছেন যে হোটেল মালিক ঠিক কাউন্টারের কাছে দাঁড়িয়ে ছিলেন যখন এসইউভিটি রিসেপশনে ঢুকেছিল।


পুরনো দুর্ঘটনা


মাত্র কয়েকদিন আগে, ১০ নভেম্বর দিল্লি-জয়পুর হাইওয়েতে একটি তেলের ট্যাঙ্কার, একটি গাড়ি এবং একটি পিকআপের মধ্যে ধাক্কায় কমপক্ষে চারজন নিহত হয়েছিল।


বিলাসপুর থানার তদন্তকারী অফিসার বিনোদ কুমার বলেছেন যে তেলের ট্যাঙ্কারটি জয়পুর থেকে আসছিল এবং ডিভাইডার ভেঙ্গে একটি গাড়িকে ধাক্কা দেয় যার পরে ভিতরে থাকা সিএনজি সিলিন্ডারের কারণে গাড়িটিতে আগুন ধরে যায়।


আরও পড়ুন: Uttarakhand Tunnel Collapsed: উত্তরকাশীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান টানেল, ভেতরে আটকে কমপক্ষে ৩৫


গাড়িটিকে ধাক্কা দেওয়ার পর ট্যাঙ্কারগুলো একটি পিকআপ ভ্যানকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালকের মৃত্যু হয়।


এছাড়াও, একটি দ্রুতগতির বৈদ্যুতিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে দিল্লির রোহিণীতে একাধিক গাড়ি ও স্কুটারকে ধাক্কা দেয়। ঘটনার ভিডিয়ো সিসিটিভিতে ধরা পরে। সেখানে দেখা যায় দিল্লির ট্রান্সপোর্ট কর্পোরেশনের (ডিটিসি) একটি বাস একাধিক গাড়িকে ধাক্কা দিচ্ছে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)