নিজস্ব প্রতিবেদন: রিষড়ার কিশোরী সাঁতারুকে যৌন হেনস্থায় অভিযুক্ত প্রশিক্ষক সুরজিৎ গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল দিল্লি পুলিস। শুক্রবার তাঁকে দিল্লির কাশ্মীরি গেট এলাকা থেকে গ্রেফতার করা হয়। হেনস্থার ভিডিয়ো প্রকাশ্যে আসার পর বৃহস্পতিবারই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে গোয়া পুলিস। ওদিকে ভিডিয়ো প্রকাশের পর থেকেই ফেরার ছিলেন সুরজিৎ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিল্লি পুলিসের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার প্রথমে নির্যাতিতা সাঁতারু ও তাঁর বাবা রিষড়া থানার দ্বারস্থ হন। গোয়ার মাপুসা থানার অন্তর্গত এলাকায় ওই হেনস্থার ঘটনা ঘটেছিল বলে জানান তাঁরা। দায়ের হয় অভিযোগ। 


 



রিষড়া থানা থেকে গোয়ার মাপুসা থানায় ই-মেলে সেই অভিযোগ পৌঁছতেই সেখানে দায়ের হয় এফআইআর। সঙ্গে সঙ্গে সুরজিতের খোঁজে ময়দানে নামে উত্তর গোয়া পুলিস। তাঁর ফোনের ওপর নজরদারি শুরু করেন তদন্তকারীরা। 


একটু সুস্থ হতেই বাড়ি ফেরার আবদার জুড়লেন বুদ্ধবাবু, ছাড়তে নারাজ চিকিৎসকরা


পুলিস জানিয়েছে, গ্রেফতারি এড়াতে একাধিক শহরে ঘুরে বেড়াচ্ছিল সুরজিৎ। তার বিরুদ্ধে শ্লীলতাহানি, ধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করে তল্লাশিতে নামে পুলিস। অবশেষে ২৪ ঘণ্টার মধ্যেই মেলে সাফল্য। দিল্লি থেকে গ্রেফতার হয় সুরজিৎ।