নিজস্ব প্রতিবেদন: দীপাবলি উপলক্ষে জোর কদমে চলছে কেনাকাটা। তার আগেই অবশ্য দেশের বিভিন্ন প্রান্তে পালিত হবে ধনতেরস। আর ধনতেরসের আগে বাজারে গোল্ড বন্ড ছাড়ল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। প্রতি গ্রাম ৩ হাজার ৮৩৫ টাকায় ওই বন্ড বাজারে ছাড়া হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, এই গোল্ড বন্ডের মেয়াদ ৮ বছর। পাঁচ বছরের আগে এই বন্ড ভাঙা সম্ভব নয়। ৩০ অক্টোবর এই বন্ড ইস্যু করা হবে। এই বন্ড কিনতে চাইলে অন্তত ১ গ্রাম সোনার বন্ড কিনতেই হবে। সর্বোচ্চ ৪ কেজি গোল্ড বন্ড কেনা যাবে। তবে কোনও ট্রাস্ট বা সমগোত্রীয় প্রতিষ্ঠান যদি এই গোল্ড বন্ড কিনতে চায় সে ক্ষেত্রে এর সর্বোচ্চ সীমা ২০ কেজি। বন্ডের মেয়াদ শেষে ৮ বছর পর তখন সোনার যা দর হবে, সেই দরেই গ্রাহককে বন্ডের টাকা ফেরত দেওয়া হবে।


আরও পড়ুন: দেশজুড়ে আজ ধর্মঘটে সামিল ২ ব্যাঙ্ক কর্মচারী সংগঠন, হয়রানির আশঙ্কা গ্রাহকদের


এই বন্ডের যে সুদ এখন থেকে গ্রাহক পাবেন, তা তাঁর আয়ের সঙ্গে যুক্ত হবে। তবে ওই সুদের কোনও টিডিএস কাটা হবে না। শুধু তাই নয়, বন্ডের মেয়াদ শেষে গ্রাহক যে টাকা পাবেন, তা ‘ক্যাপিটাল গেইন ট্যাক্স’-এর আওতায় পড়বে না। বড়সড় কর ছাড়ের সুযোগ রয়েছে এই গোল্ড বন্ড কিনলে।