নিজস্ব প্রতিবেদন : সর্বকালের সর্বোচ্চ দাম হল সোনার। এর আগে কখনও ৩৮,০০০-এর গন্ডি পার হয়নি ১০ গ্রাম সোনার দাম। বৃহস্পতিবার ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার বাজার দর ছিল ৩৮,২৯০ টাকা। যদিও শুক্রবার কমেছে সোনার দাম। এখন সোনার দাম ৩৭,৮৯০ টাকা প্রতি ১০ গ্রাম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্বজুড়ে ক্রমাগত বাড়তে থাকা সোনার চাহিদার কারণেই ভারতেও দাম বাড়ছে বলে মনে করছেন স্বর্ণ ব্যবসায়ীরা। বাজার বিশেষজ্ঞদের মতে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে চলতে থাকা বাণিজ্যিক অস্থিরতার মধ্যে টাকা বিনিয়োগের জন্য সোনা বেছে নিচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে বিশ্বের বাজারে বাড়ছে সোনার চাহিদা। সেই কারণেই দাম বাড়ছে সোনার। তার সঙ্গে কেন্দ্রীয় ব্যাঙ্কের আর্থিক নীতিও এর জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। চলতি বছরের শুরু থেকে প্রায় ১৭% দাম বাড়ল সোনার।


বাজার বিশেষজ্ঞ এডওয়ার্ড মোয়া বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্র-চিনের অস্থিরতার কোনও প্রভাব সোনায় পড়বে না। তাই সোনায় বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।"


ভারতের বাজারে সোনার আমদানির পরিমাণ কমাও দাম বৃদ্ধির অন্যতম কারণ। চলতি বছর জুলাইয়ে সোনা রপ্তানি ২০১৮-এর তুলনায় প্রায় ৫৫% হ্রাস পেয়েছে। ২০১৯ জুলাইয়ে সোনা রপ্তানির পরিমাণ গত তিন বছরে সব থেকে কম। রপ্তানি করের বৃদ্ধির কারণেই বাজারে সোনার রপ্তানি কমছে বলে মনে করা হচ্ছে। ফলে, বাড়ছে দাম।