উচ্চাশা থাকা ভাল, তবে আগে নির্বাচনে জিতে দেখান, রাহুলকে খোঁচা বিজেপির
,``প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখার অধিকার রয়েছে গান্ধীদের``, কটাক্ষ বিজেপির মুখপাত্র শাহনওয়াজ হুসেনের।
নিজস্ব প্রতিবেদন: আগামী লোকসভা ভোটে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রধানমন্ত্রী হতে রাজি রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতির ঘোষণার পরই বিজেপির কটাক্ষ, একের পর এক নির্বাচন হারার পরেও 'উত্তুঙ্গ স্বপ্ন' দেখছেন রাহুল।
বিজেপির মুখপাত্র শাহনওয়াজ হুসেন বলেন,''প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখার অধিকার রয়েছে গান্ধীদের। তবে ওনাকে নেতা হিসেবে গ্রহণ করছেন না শরিক দলগুলিই। কংগ্রেসের সহ-সভাপতি হওয়ার পর ১৩টি রাজ্যে হেরেছে কংগ্রেস। দলের সভাপতি হওয়ার পর পাঁচটি রাজ্যে হেরেছেন রাহুল। এবার ষষ্ঠ রাজ্য কর্ণাটকেও হারবেন। কিন্তু তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন।''
নরেন্দ্র মোদীই ফের ক্ষমতায় ফিরবেন বলে দাবি করে শাহনওয়াজ হুসেন বলেন,''শেষপর্যন্ত মনের কথা মুখে চলে এল। উচ্চাশা থাকা ওনার অধিকার। কিন্তু প্রধানমন্ত্রী হতে গেলে ওনাকে কয়েকটি রাজ্যে জিতে আসতে হবে। ওনার নেতৃত্বে একটাও নির্বাচন জিতবে না কংগ্রেস।''
আরও পড়ুন- ডিজিটাল ইন্ডিয়ায় রেলস্টেশনের ওয়াইফাই ব্যবহার করে সিভিল সার্ভিসে উত্তীর্ণ কুলি