নিজস্ব প্রতিবেদন: ডুডলের মাধ্যমে এক ভারতীয় বিজ্ঞানীকে শ্রদ্ধা জানাল গুগল। বুধবার কোনও কিছু গুগল করতে গিয়ে নেট খুললেই দেখা যাবে এই ডুডল।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিনি Udupi Ramachandra Rao। বুধবার তাঁর জন্মদিন। এ বছর তাঁর ৮৯তম জন্মদিন। 


তাঁকে বলা হয় India’s Satellite Man। একজন Indian professor এবং space  scientist হিসাবে সারা পৃথিবীর বিজ্ঞানী মহলে পরিচিত ছিলেন তিনি। Udupi Ramachandra Rao ছিলেন এ দেশের মহাকাশবিজ্ঞান চর্চার একজন পথিকৃৎ। তিনি তাঁর কর্মজীবনের একটি পর্বে Indian Space Research Organisation (ISRO)-এর চেয়ারম্যান ছিলেন।


আরও পড়ুন: ইসরোর গগনযানে মহাকাশে যাবেন ব্যোমমিত্র। কে এই মহিলা? আসুন, পরিচয় করে নেওয়া যাক...


ভারতের প্রথম স্যাটেলাইট ছিল আর্যভট্ট (Aryabhata)। ১৯৭৫ সালে এই উপগ্রহটি মহাকাশে পাঠানোর যাবতীয় দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করেছিলেন Udupi Ramachandra Rao।


কর্ণাটকের এক প্রত্যন্ত গ্রামে জন্ম নিয়েছিলেন উদুপি রামচন্দ্র রাও। প্রফেসর রাও তাঁর কেরিয়ারের প্রথমদিকে মূলত ছিলেন একজন কসমিক রে ফিজিসিস্ট (cosmic-ray physicist)।   প্রফেসর রাও প্রথম থেকেই ভারতীয় মহাকাশবিজ্ঞানের (the father of India’s space program) জনক Dr Vikram Sarabhai-এর স্নেহধন্য ছিলেন।


আরও পড়ুন: আগামী ১৪ দিনে ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করবে ইসরো: কে শিবন