সীমান্তে থাকবে কড়া নজর, বিশেষ নজরদারি GISAT-1 উপগ্রহ উত্ক্ষেপণ করছে ISRO
ইসরোর এক আধিকারিক বলেন, আগামী ২৮ মার্চ একটি জিও ইমেজিং স্যাটেলাইট উত্ক্ষেপণ করা হবে
নিজস্ব প্রতিবেদন: ভারত-চিন সীমান্ত উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে ইসরো। সীমান্তে নজরদারির জন্য এবার বিশেষ এক উপগ্রহ উত্ক্ষেপণ করতে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা(ISRO)।
আরও পড়ুন-'সিন্ডিকেট ও তোলাবাজি' ইস্যুতে মোদীর বিরুদ্ধে বিস্ফোরক মমতা
আগামী ২৮ মার্চ অন্ধ্রের শ্রীহরিকোটা(Shriharokota) থেকে উত্ক্ষেপণ করা হবে নজরদারি ওই উপগ্রহ GISAT-1। GSLV-F10 রকেটে চড়ে ওই উপগ্রহ পাড়ি দেবে মহাকাশে। একইসঙ্গে এই উপগ্রহটি কোনও প্রাকৃতিক বিপর্যয়েও নজর রাখতে পারবে।
এনিয়ে, সংবাদমাধ্যমে ইসরোর(ISRO) এক আধিকারিক বলেন, আগামী ২৮ মার্চ একটি জিও ইমেজিং স্যাটেলাইট উত্ক্ষেপণ করা হবে। এটিকে স্থাপন করা হবে ৩৬,০০০ কিলোমিটার দূরের কক্ষপথে।
আরও পড়ুন-স্কুটি যখন নন্দীগ্রামে পড়তে চাইছে, আমরা কী করব: Modi
উপগ্রহটি ভারতের পক্ষে একটি গেম চেঞ্জার হবে বলে মন্তব্য করেছেন ইসরোর ওই আধিকারিক। এটিতে থাকবে একটি হাই রেজলিউশন ক্যামেরা। সীমান্ত ছাড়াও গোটা দেশের উপরেই এটি নজর রাখবে।