প্রকাশ্যেই তরুণী পোশাক ছেঁড়ার চেষ্টা, ভাইরাল ভি়ডিও
দিনেদুপুরে শ্লীলতাহানি বিহারের জেহানাবাদে।
নিজস্ব প্রতিবেদন: এক তরুণীর পোশাক ছিঁড়ে দিচ্ছে জনা কয়েক যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিও। ভিডিওটি তোলা হয়েছে বিহারের জেহানাবাদের একটি গ্রামে। রবিবার মামলা দায়ের করেছে পুলিস। জেহানাবাদের পুলিস সুপার মনীষ কুমার জানিয়েছেন, ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের খোঁজ চলছে।
কীভাবে জানা গেল ভিডিওটি জেহানাবাদের?
ঘটনাস্থলে একটি বাইক ছিল। সেই বাইকের নম্বর প্লেটের সূত্র ধরেই জানা যায়, সেটি রেজিস্ট্রি করা হয়েছে বিহারের জেহানাবাদ জেলায়। ভিডিওটি দেখে দোষীদের খোঁজ চালাচ্ছে পুলিস।
ঘটনায় নীতীশ কুমারের প্রশাসনকে বিঁধেছে আরজেডি। দলের নেতা শক্তি যাদবের কথায়, ''বিহারে পুলিসকে ভয় পাচ্ছে না দুষ্কৃতীরা। তাদের সাহস বেড়ে দিয়েছে। মহিলাদের নিরাপত্তা বলে আর কিছু নেই। আইনের শাসন আর নেই।''
আরও পড়ুন- বিমান বিপর্যয় থেকে রক্ষা পেয়ে কৈলাস মানসরোবরে তীর্থযাত্রায় রাহুল